টাকায় কি আমাদের প্রকৃত সুখ?

in #creativewriting2 years ago

pexels-photo-3483098.jpegpexels

Hi,
My Dear Friends.

আপনাদের সকলের প্রতি রইলো সালাম এবং ভালোবাসা।আশা করি সবাই এবং সুস্থ আছেন।আমাদের সবার জীবনেই টাকা দরকার হয়।এই টাকা কখনোই কারো বেশি হয় না। আজকের পোস্টে আমি টাকা নিয়েই আলোচনা করবো। আশা করি সবাই এই পোস্টটি পড়বেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন।

একজন পুরুষের জীবনে টাকাই সব। কারণ টাকা থাকলে এই দুনিয়াতে আপনার আত্নীয় - স্বজন, বন্ধুবান্ধব,মামা,চাচা,খালা,খালু কোনকিছুরই অভাব হবে না। আর যদি আমার বা আপনার কাছে এই টাকা না থাকে তাহলে এদের কেউই আমাকে বা আপনাকে চিনবে না। চেনা তো দূরেই থাকলো আমরা যে তাদের আপনজন সেটাও মানুষের মাঝে বলবে না। কারণ আমার কাছে টাক নেই। এই টাকার জন্য মানুষ কতো কিছুই না করে। কেউ সারাদিন রাত পরিশ্রম করে এই টাকার জন্য আবার কেউ হাসপাতালে চিকিৎসা করতে পারে না এই টাকার জন্য। আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে যারা তিনবেলা ঠিক মতো খাইতে পারে না।

pexels-photo-4968656.jpegpexels

এই টাকার জন্য এই দুনিয়াতে এমন এমন কাজ হয় যা আমরা ভাবতে পারি না বা ভাবাও যায় না।এই টাকার জন্য অনেক শিক্ষিত ছেলেমেয়ে বেকার বসে থাকে। কারণ এই সমাজে যদি চাকরি করতে চাই তাহলে সেখানেও আমাদের টাকা দিয়েই চাকরিটা করতে হবে।আপনি যদি একজন ভালো পিতা হতে চান, আপনি যদি একজন ভালো বড়ো ভাই হতে চান, আপনি যদি একজন ভালো বন্ধু হতে চান তাহলে সবার আগে এই টাকায় দরকার। আমার বা আপনার কাছে যদি এই টাকা না থাকে তাহলে কেউ আমাদের চিনবে না।

আপনি যদি আপনার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে চান তাহলেও কিন্তু টাকায় লাগবে।একজন শ্রমিক তার হাড়ভাঙ্গা পরিশ্রম করে সারাদিন শুধু এই টাকার জন্য। কারণ সেও চায় দিনশেষে একটু শান্তি থাকতে।

pexels-photo-4968649.jpegpexels

আসলে কি আমাদের জীবনে টাকায় সব? যদি আমাদের সঠিক সময়ে এই টাকা কাজে না আসে তাহলে এতো টাকা দিয়ে করব টা কি?সাপজ মনে করুন আপনার কাছে অনেক টাকা আছে কিন্তু আপনি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন তাহলে আপনি এতো টাকা দিয়ে করবেন কি?আপনার মনে যদি শান্তি না থাকে তাহলে এই টাকা দিয়ে কি করবেন?আপনার ছেলে মেয়ে যদি ভালো না হয় তাহলে টাকা দিয়ে কি করবেন? আপনি যদি গরিবের হক মেরে খান তাহলে এই টাকা আপনার অভিশাপ হয়ে দারাবে।

pexels-photo-4296297.jpegpexels

সুতরাং আমাদের যার যে রকম সাধ্য রয়েছে সে ততটুকুই নিয়ে সন্তুষ্টি থাকার চেষ্টা করবো। নিজে যদি সৎ পথে থেকে অল্প পুঁজি ও উপার্জন করি তাহলে সেখানেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যাবে।

আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন।আল্লাহ হাফেজ।

TQ.png

Q.png

Sort:  

ভাইয়া পুরুষের জীবন এ সুখ হলো টাকা,,, টাকা থাকলে বন্ধু বান্ধব এবং নিজের প্িয় মানুষ ও বলবে আমার সন্তান আজ এত বড় এত কিছু কিন্ত টাকা না থাকলে নিজের পিত্রা মা এর কাছে প্রিয় সন্তান হওয়া যায় নয়,,,

আপনি একটি যুগোপযোগী বিষয় নিয়ে ব্লগ লিখেছেন,,,ধন্যবাদ বর্তমান সময় সাপেক্ষে বিবেচনা করে পোস্ট লেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.26
JST 0.040
BTC 101219.88
ETH 3702.91
USDT 1.00
SBD 3.18