পৃথিবীর সবচেয়ে সুন্দর ৫টি দেশ | 5 Beautiful Country In The World

in #country4 years ago

আমাদের এই বিশ্ব জুড়ে রয়েছে অসংখ্য দেশ। ভেীগলিক কারণে এক একটি দেশের বৈশিষ্ট্য ভিন্ন ধরনের হয়ে থাকে। আর বিভিন্ন কারণে আমরা দেশ গুলোর মধ্যে সেরা বিবেচনা করে থাকি অস্ত্র,সম্পদ ক্ষমতার দিক থেকে। কিন্তু আপনি জানেন কি এই বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যারা সৌন্দর্যের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে। আজকের ভিডিওতে আলোচনা করব পৃথিবীর সুন্দর ৫টি দেশ নিয়ে।
বিস্তারিত জানতে: https://bit.ly/2QHXcIB

ইতালি

বিশ্বের অন্যতম সুন্দর একটি দেশ। এখানে সারা বছর বসন্তকাল বিরাজ করে। অনেকই ইতালিকে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ হিসাবে মনে করে থাকে। এটি রেনেসাঁর জন্মভূমি। এখানে প্রচিীন শিল্প সাহিত্যের এমন অনেক নিদর্শন রয়েছে যা মানুষকে আকর্ষণ করে। এটি ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটি দেশ। স্যানজেন চুক্তি স্বাক্ষরিত দেশ হওয়ায় স্যানজেন ভিসা নিয়ে এই দেশটিতে প্রবেশ করা যায়। ইউরো অঞ্চলের অন্তর্ভুক্তির কারণে এই দেশের মুদ্রার নাম ইউরো। বর্তমানে ইতালি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এটাকে বিশ্বের ২৩তম দেশ হিসাবে গণনা করা হয়। জীবন যাত্রার মান হিসাবে বিশ্বের সেরা দশে এর অবস্থান।

নিউজিল্যান্ড

এটি ওশেনিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এর রাজধানীর নাম ওয়েলিংটন। নিউজিল্যান্ড ক্ষুদ্র দেশের সমন্বয়ে গঠিত। তবে দ্বীপ গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য হল ইস্টুয়া এবং চা-থাম দ্বীপ। নিউজিল্যান্ড এর আদিম অধিবাসীদের ভাষা হল মাওরি।
এটি অস্ট্রেলিয়ার প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে তাসমান সাগরে অবস্থিত। ফিজি, টোঙ্গা এবং নুবেল কালাদনি হল নিউজিল্যান্ডের প্রতিবেশী রাষ্ট্র। এদেশের পরিবেশও প্রাণীকুল বৈচিত্র্যময়।পৃথিবীর সর্বাধিক বাসযোগ্য শহর গুলোর মধ্যে নিউজিল্যান্ডের শহর গুলো অন্যতম। তাই পর্যটকদের আকর্ষণের ক্ষেত্রে নিউজিল্যান্ড তৃতীয় সুন্দর দেশ।

স্পেন
ইউরোপ মহাদেশের রাষ্ট্র হল স্পেন। এর রাজধানীর নাম মাদ্রিদ। ৫ লক্ষ ৫ হাজার বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বিশ্বের ৫১ তম দেশ। এই দেশটি ইউেরাপের দক্ষিণ পশ্চিমে আইভেরীয় উপদ্বীপে অবস্থিত। স্পেনের পশ্চিমে পর্তুগাল এবং উত্তর পূর্ব দিকে ফ্রান্স ও অ্যান্ডরা এর সাথে সংলগ্ন। দেশটির উত্তরে মিসাকাউ উপসাগর, দক্ষিণে জীবরা-ল এবং টার্ক প্রণালীর দক্ষিণে মরক্কো অবস্থিত। পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত। পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে ভূমধ্য মহাসাগর অবস্থিত। এর দ্বীপগুলো নিজের চোখে না দেখে অনুভব করা অসম্ভব। এটি পৃথিবীর সর্বাধিক উন্নত দেশগুলোর মধ্যে একটি। বহু বছর ধরেই ভ্রমণ পিপাসী মানুষের পছন্দের মধ্যে গন্তব্যের স্থান হল স্পেন।

আইসল্যান্ড

এটি পৃথিবীর অন্যতম সুন্দর একটি দেশ। এর রাজধানীর নাম রে-কিয়া ফি।আইসল্যান্ডের নাম শুনলেই মনে হয় বরফে ঢাকা কোন এক পৃথিবী। যেখানে একমাত্র রং ই হল সাদা। কিন্তু আসলে কি তাই একদমই নয়। এই দেশটির নাম আইসল্যান্ড হলেও দেশটি মোটেও বরফে ঢাকা নয়। এমন কি ভয়ংকর কোন ঠাণ্ডাও নেই এই দেশটিতে বরং কল্প কাহিনীর মত চোখ জুড়ানো সব দৃশ্য রয়েছে এই দেশটির পুরোটা জুড়ে। পাহাড়ি এই দ্বীপের অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে।

ফ্রান্স

পৃথিবীর অন্যতম সুন্দর দেশ হল ফ্রান্স। ফ্রান্সের ফ্যারিসকে বলা হয় পৃথিবীর সবচাইতে শান্তিময় এবং শিল্প সাহিত্যের আদি লীলাভূমি। আয়তনের দিক থেকে ফ্রান্স ইউরোপের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র। রাশিয়া ইউক্রেনের পর এই দেশটির অবস্থান।জনসংখ্যার দিক থেকে এটি ইউরোপের ৪র্থ বৃহত্তম রাষ্ট্র। বিশ্বের সব চেয়ে পুরানো রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র হল ফ্রান্স। ১৯৫৮ সালে ২৮ শে সেপ্টেম্বর ফ্রান্সের প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
ফ্রান্স ইউরোপীয় ইউনিয়নের প্রধান সদস্য। সম্প্রতি পর্যটকদের ভ্রমণ করা বিস্ময়কর ও সুন্দর দেশ গুলোর তালিকায় বিশ্বের সবচেয়ে সুন্দরতম দেশ হিসাবে প্রথম স্থানের রাজমুকুট পড়ে আছে ফ্রান্স।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.25
JST 0.039
BTC 93785.26
ETH 3367.35
USDT 1.00
SBD 3.26