মন খারাপের সঙ্গী কে?

আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।

IMG_0378.jpeg


আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।

মাঝেমধ্যে যখন মন খারাপ হয়। তখন সত্যিই খুব খারাপ লাগে। খারাপ লাগার একটি কারণ হলো, মন খারাপের সময় কোনো মানুষ পাওয়া যায় না। কিন্তু হাসার সময়, মজার সময় অনেক মানুষ পাওয়া যায়। যে জীবনে একজন ভালো সঙ্গী পেয়েছে। আমি মনে করি সে তার জীবনে সবকিছুই পেয়েছে। কারণ আমরা পৃথিবীতে সব কিছু পেলেও। অর্থাৎ সবকিছু খুব সহজে পেলেও। একজন ভালো সঙ্গী কখনোই খুব সহজে পাই না। কারণ একজন ভালো সঙ্গী, একজন ভালো শ্রোতা, একজন ভালো মানুষ নিজের করে পাওয়া অনেক কঠিন একটি কাজ। আর কেউ যদি এই কঠিন কাজে সফলতা অর্জন করে। তাহলে বুঝতে হবে, সে সত্যিই অনেক লাকি একজন মানুষ।

আমাদের সঙ্গ কখন প্রয়োজন হয় বলতে পারেন? আমাদের ভালো সময় এ কিন্তু আমাদের সঙ্গ প্রয়োজন হয়, সেই সুখটাকে বন্টন করার জন্য। কিন্তু খারাপ সময়ে আমরা কতোজন মানুষ কোনো ভালো মানুষকে পাই,বলুনতো? কিংবা নিজের প্রিয় মানুষকে পাই। আসলে মন খারাপের সময় যে মানুষগুলো আমাদের সাথে থাকে। তারাই হলো আমাদের প্রকৃত ভালোবাসার মানুষ।

তাদেরকে মনে রাখবেন। কারণ মন খারাপের সঙ্গী যে সে ই আপনার প্রকৃত বন্ধু। সে ই আপনার প্রকৃত সঙ্গী। কারণ অন্যরা সবসময় সুখের সময় আপনাদের সাথে থাকবে, আমাদের সাথে থাকবে। কিন্তু যারা মন খারাপের সঙ্গ তারা সবসময় খারাপ সময় এ মেন্টাল সাপোর্ট দিয়ে যায়, পাশে থাকে এবং ভরসা হয়ে থাকে। তাই যারা মূলত মন খারাপের সময়ের সঙ্গী হয়, আমাদের কথা শুনে, আমাদের কষ্টগুলো ভাগ করে নেয়, কথাগুলো শেয়ার করে,আমরা যাদের সাথে কিছুটা আরাম বোধ করি। তাদেরকে আসলে আজীবন মনে রাখা উচিত আমাদের। কারণ একবার ভাবুন, আপনার কথাগুলো শেয়ার করার মতোন অর্থাৎ মন খারাপ গুলো শেয়ার করার মতোন কোনো মানুষ নেই। তাহলে কতোটা খারাপ লাগবে!

ABB.gif

Sort:  
 2 months ago 

পোস্টের কথা গুলো অনেক বেশি ভালো লেগেছে। আসলেই একজন মানুষের ভালো অবস্থায় কোনো সঙ্গী লাগে না তবে খারাপ অবস্থায় সেই মানুষটাকে সাপোর্ট দেওয়ার জন্য একজন ভালো সঙ্গীর প্রয়োজন। দেখবেন আপনার খারাপ সময়ে অনেকেই আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে তবে সাপোর্ট দেওয়ার লোকটা যে পেয়ে যায় সে আমার মতে অনেক ভাগ্যবান।

 2 months ago 

ভালো সময় বা হাসিখুশি শেয়ার করার জন্য মানুষ পাওয়ার অভাব হয় না কিন্তু খারাপ পরিস্থিতি বা খারাপ অবস্থা শেয়ার করার জন্য মানুষ পাওয়া বড়ই দুষ্কর। সঠিক বলেছেন আপনি যারা আমাদের মন খারাপের সময় বা খারাপ পরিস্থিতির সময় পাশে থাকে তারাই হলো আমাদের জীবনে প্রকৃত মানুষ। দারুন ছিলো আপনার আজকে পোষ্টের লেখাগুলো।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.25
JST 0.032
BTC 93132.78
ETH 1779.26
USDT 1.00
SBD 0.86