সরকারি তিতুমীর কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এর দাবিতে একমত পোষণ করেছেন বিভিন্ন ক্লাবগুলো।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
সরকারি তিতুমীর কলেজ কে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন চলছে বেশ কয়েকদিন ধরে। তাদের এই বিশ্ববিদ্যালয় করার দাবি সর্বপ্রথম উঠে ১৯৯৮ সালে, এরপর থেকে ধারাবাহিকভাবে আন্দোলন হতে থাকলেও এই কলেজকে বিশ্ববিদ্যালয় করার কোন উদ্যোগ দেখা যায়নি সরকারের মাঝে। জুলাই বিপ্লবের পর ছাত্র জনতা ভেবেছিল এই সরকারের আমলে হয়তো এটিকে বিশ্ববিদ্যালয় রূপ দেওয়া যায়। তারই প্রেক্ষিতে কয়েকবার আন্দোলন সংঘটিত হয়। এবং আন্দোলন গুলোর শেষে এই কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দেওয়ার জন্য কমিটি ঘোষণা করে শিক্ষা কমিশন।
কিন্তু পরবর্তীতে সেম কমিটির আর কোন কার্যক্রম দেখা যায়নি। সরকারি কর্মচারীদের এমন দ্বিচারিতার কারণে সর্বশেষ পন্থা হিসেবে শিক্ষার্থীরা আমরণ অনশনে বসে। এতে করে এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী মারাত্মকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে।
আজ কলেজের সামনে কলেজের বিভিন্ন সহশিক্ষা ক্লাব গুলোর এই আন্দোলনকে যৌক্তিক আন্দোলন বলে তারা একমত পোষণ করেছে। তাদের দাবি এই সরকারি তিতুমীর কলেজ কে একটি বিশ্ববিদ্যালয় রূপ দেওয়া যায়।
এখানে অত্র কলেজের অধিকাংশ সহ-শিক্ষা ক্লাবগুলো একত্রিত হয়েছিল। সবাই তাদের মতামতের ভিত্তিতে এই কলেজ থেকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এর দাবি করে আসছে।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |
আমরা আশা করব এই কলেজটি বিষয়টি সরকার যথাযথভাবে দেখবে এবং এ সরকারি কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরিত করবে। আর এই বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হবে তিতুমীর বিশ্ববিদ্যালয়। আর এই দাবি তিতুমীরের সকল শিক্ষার্থীদের।