SHUVODIN

in #chole8 years ago

চলে যাও
সামিউল আলম

চলে যাও বন্ধু ভুলে যাও আমাকে
নিজের স্বার্থ বুঝলে তুমি চিনলে না আমাকে।
চলে যাও তুমি ডাকবো না আর তোমাকে
একা একা গল্প করবো ঐ আকাশের সঙ্গে
তুমি অনেক সুখি হও তুমি অনেক ভালো
স্বপ্ন দেখো তাকে নিয়ে , ভালোবাসেবে যে।
চলে যাও বন্ধু ডাকবো না আর তোমায়
আমি বড় একা,
আমার এ বুক তাই শূন্যে ফাঁকা ফাঁকা।
তোমার দেওয়া সুখ গুলো ফিরিয়ে তুমি নাও
অনেক কষ্ট দিছো তুমি এবার মুক্তি দাও।
ভালো থাকো সুখে থাকো দেখবো না তোমায়
তাই তোমায় ছেড়ে বিদায় নিলাম আজ আমি।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95500.34
ETH 2808.64
SBD 0.66