বাল্যকাল
বাল্যকাল বাল্যকাল কাল এমন একটা সময় যেসময়ে শিশুদের সব সময় খেয়াল রাখতে হয়। তাদের প্রতি বেশী বেশী সময় দেওয়া লাগে যেন তারা কোন প্রকার কষ্ট না পাই। শিশুরাই এই দেশের ভবিষ্যৎ। আজকের শিশু একদিন বড় হয়ে সমাজ পরিবার পরিচালনা করবে এই জন্য তাদের কে সেই ভাবে বড় করকরে তুলতে হবে যাতে করে সত ভাবে তাদের জীবন তৈরি করতে পারে। তাদের কে জাতির বৃহত্তর স্বাথে যোগ্য নাগরিক হিসাবে আমাদের গড়ে তুলা দায়িত্ব। তাদের ছোট বেলা থেকে বড় করা পযন্ত আমাদের অনক পরিশ্রম করা লাগে। আমাদের দেশে অনেক অথনৈতিকভাবে অসচ্ছল পরিবার আছে যারা তাদের ছোট বাচ্চাকে বড় করে তুলতে অনেক কষ্ট করে। আমাদের দেশে অশিক্ষা ও দারিদ্র্যের কারণে অধিকাংশ শিশুরা উপযুক্ত পরিচযা পাই না। দরিদ্র পরিবারে বাবা মা তাদের বাচ্চাকে সঠিক ভাবে পুষ্টযুক্ত খাবার দিতে পারে না। এই জন্য তাদের বাচ্চারা নানা ধরনের রোগে ভুগে থাকে। আমাদের দেশে একটা নিয়ম পরিচালিত আছে যে ছোট বাচ্চাদের কয়েকমাস পর পর বাচ্চাদের সরকার একটা করে টিকা দেয় যাতে করে তারা সুস্থ থাকে। আমাদের দেশের শিশুদের জন্য গ্রামে গ্রামে শিক্ষা ব্যবস্হা আছে যাতে করে তারা শিক্ষা গ্রহণ করতে পারে। শিশুদের একটা অধিকার আছে সেই অধিকার মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হয়ে থাকে। আমাদের দেশে শিশুদের শিক্ষার জন্য সরকার বিনা মুল্যে বই দিয়ে থাকে যেন তারা শিক্ষার উপর গুরুত্ব দিয়ে থাকে। আমাদের উচিত সবসময় তাদের উপর খেয়াল রাখা যেন কোন কারণে তারা যেন কোন ভাবে অল্প বয়সে ঝরে না পড়ে। বাল্যকাল হলো সব থেকে আনান্দ পূণ জীবন সবাই তাদের ভালো ভাবে দেখাশুনা করে থাকে। আমরা দেখতে পাই যে অনেক পরিবারে বাচ্চারা অবহেলার মাধ্যমে বড় হয়। আমরা বাল্যকালে অনেক ধরনের খেলা করে থাকি তার মধ্যে অন্যতম হলো লুকোচুরি,গাদী,ফুটবল,কানামাচি আরও অনেক রকমের খেলা করে থাকি। এতে করে শিশুদের মন ও শরীর দুইটোই ভালো থাকে।বাল্যকালে খেলা করতে যেয়ে অনেক সময় হাত পা কেটে যায় এতে করে অনেক সমস্যা হয়। বালকালে নানা কাজ কমে দুষ্টামি করা হয় আমাদের দেশের অনেক পরিবার দরিদ্রতার মধ্যে বসবাস করে এই জন্য তাদের সন্তানরা অতি কষ্টে জীবন যাপন করে থাকে। আমাদের দেশের প্রত্যেক পরিবার চাই তার সন্তানরা যেন ভালো ভাবে গড়ে ওঠে এই জন্য গরীব মানুষরাও তাদের সন্তানদের ভালো ভাবে গড়ে তুলতে যথেষ্ট চেষ্টা করে। সন্তানরা কোন রোগে পতিত হলে বাবা মা অনেক চেষ্টা করে তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমাদের বাল্যকালটাি হলো সব চাইতে ভালো সময় যেখানে ইচ্ছা মত সবকিছু করা যায় কোন প্রকার দায়িত্ব তার কাধে থাকে না এই জন্য বাল্যকালটাই সব থেকে ভালো সময়। https://cdn.steemitimages.com/DQm UE8o133oDi3sEo6MpQpALKF6vVYGB2LAYBwJuuAEo5Ei/IMG_20180213_190300.jpg