Sunset scene

in #cf2 years ago

হ্যালো সবাই! আশা করি সবাই অনেক ভাল আছেন। আমি অনেক ভালো আছি। আমি সবসময় আপনাদের সাথে ভাল ভাল কনটেন্ট শেয়ার করি এবং এগুলো আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাইবেন।

ধন্যবাদ সবাইকে!

IMG_20221015_005506.jpg

IMG_20221015_010010.jpg

IMG_20221015_010019.jpg

এই ফটোগ্রাফি গুলো সূর্যাস্ত হওয়ার আগের ফটোগ্রাফি আমি সূর্যাস্তের সময় বিভিন্ন জায়গায় যাই। ফটোগ্রাফি করতে এবং বেশিরভাগ সময়ে আমি সূর্যাস্তের সময় এর ফটোগ্রাফি বেশি তুলি। ফাঁকা আমি সবুজ মাঠ মাঠের ফটোগ্রাফিতে বেশি পছন্দ করি।এই জায়গাটিতে আমি বাইক নিয়ে গিয়েছিলাম একটা কাজের জন্য এবং কাজ শেষে আসার সময় প্রায় বিকেল হয়ে আসে তখন বাড়ি ফেরার পথে এই সুন্দর লাল আবহাওয়াটা আমার চোখে পড়ে। যা আমি কখনো ভুলতে পারিনি।

তারপর আমি আমার সাথে থাকা মোবাইল ফোনের ক্যামেরা টা বের করে সেখানে দাঁড়িয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে নানারকম ফটোগ্রাফি করলাম। ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে আমার চোখে। তারপর বাসায় এসে এগুলো হালকাভাবে কিছু এডিটিং করলাম। যেন এগুলো সুন্দর ও আকর্ষণীয় দেখায়। পরবর্তীতে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে বসে পড়লাম। আশা করি আপনাদের এই ফটোগ্রাফি গুলো খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন আজ আর নয়। ধন্যবাদ সবাইকে।

thank-you.gif

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95696.21
ETH 2793.14
SBD 0.67