Green fields
ধন্যবাদ সবাইকে!
আমি সবুজ মাঠ খুব পছন্দ করি। তাই প্রতিদিন অন্তত একবার যেকোনো সুন্দর সবুজ মাঠে হাঁটতে চাই। মাঠ হোক বা অন্য কিছু, আমি আমার বেশিরভাগ সময় এই জায়গাগুলিতেই কাটাই। আমার জন্য সবুজ মাঠ শান্তির জায়গা এবং আমি সেখানে সময় কাটাতে ভালোবাসি। তাছাড়া সেসব জায়গায় প্রচুর ঠান্ডা বাতাস থাকতে পারে। যা আমাদের মনকে খুব পরিষ্কার করে। আপনি এই জায়গাগুলো ঘুরে দেখার চেষ্টা করবেন এবং পরিবার নিয়ে এই জায়গাগুলো ঘুরে আসতে পারবেন।
আমি আমার কিছু বন্ধুদের সাথে গতকাল বিকেলে সেই জায়গায় গিয়েছিলাম এবং আমরা অনেক মজা করেছি। পরে কিছু ছবি তুললাম। আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলেছি। পরবর্তী content আবার দেখা হবে এমন সুন্দর সুন্দর content দেখতে হলে আমার সাথে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন