আদরের বিড়াল ছানা

in #cat3 years ago

IMG_20220714_194156.jpg
বিড়াল ছানার নরম গায়ে
বুলিয়ে দিলাম হাত।
আদর পেয়ে নুয়ে পড়ে
মাথা করে কাত ।।

গলায় তার হাত দিলে
মুখ করে হা ।
পা গুলো উপর তুলে
করে ধিন-তা ।।

সাদা চোখে নীল আভায়
দেখি তার গোঁফ ।
আলত করে টানতে গেলে
দিয়ে ওঠে ঝোঁক ।।

পা ধরে তার টানি যখন
বস্তার মত যায়।
এনা জোরে হোঁচট দিলে
ছুটে সে পালায় ।।

খানিক দূরে গিয়ে সে
করে মিউ মিউ।
কাছে ডাকলে ফিরে আসে
জুড়ায় তখন জিউ।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.23
JST 0.033
BTC 96056.01
ETH 2617.59
USDT 1.00
SBD 2.60