বিড়ালের ভালোবাসা 🐈এরকম ভালোবাসা দেখলে মনটা মুগ্ধতায় ভরে যায়।

in #cat2 years ago

বাড়ি এসে পাশের বাড়ি কাকাদের বারান্দার বসে ছিলাম। হাতে ফোন থাকলে তো কথাই নেই সেটা ননস্টপ ঠেলতেই থাকি। ফোন ঠেলতে ঠেলতে হঠাৎই চোখ গেল সামনের দিকে , তখন দেখলাম প্রাণীদের মধ্যে কী ভালোবাসা। যা এই স্বার্থপর দুনিয়ার এই মানুষের মধ্যে না । দেখে মনটা ভরে গেল।

ভালোবাসার কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্ধি করে ফেললাম

20220923_172659.jpg

20220923_172703.jpg

ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.039
BTC 97530.27
ETH 3454.73
USDT 1.00
SBD 3.06