দেশি বিড়াল একটি উপকারী প্রাণীsteemCreated with Sketch.

in #catlast year

বিড়াল আমাদের অনেক পরিচিত একটি প্রাণী। বিড়াল সচারাচর সব জায়গায় দেখতে পাওয়া যায়। বিড়াল পছন্দ করেন সবাই। বিশেষ করে বর্তমানে মেয়েরা বিড়াল বেশি পছন্দ করে থাকেন। বর্তমানে আমাদের বাংলাদেশের বিদেশী বিড়ালের প্রচলন অনেক বৃদ্ধি পেয়েছে। মেয়েরা এই বিদেশী বিড়াল পালতে বেশি আগ্রহী। বিদেশী বিড়াল পুষতে অনেক টাকা প্রয়োজন হয়। বিদেশী বিড়ালের পিছনে প্রচুর টাকা খরচ হয়ে যায়। সৌখিন মানুষেরা এই বিদেশী বিড়াল পুষে থাকেন। অনেকে ব্যবসার জন্য বিড়াল পুষে থাকেন।

দেশি বিড়াল আমাদের সবার এলাকায় দেখতে পাওয়া যায়। আমাদের বাড়ির নিচে একটি বাড়িতে তাদের কালো বিড়াল রয়েছে। তারা কালো বিড়াল পুষে থাকেন। সেই বিড়ালের কয়েকটি বাচ্চাও হয়েছে।

বিড়াল বছরে দুইবার বাচ্চা দেয়। প্রত্যেকবার তারা তিন থেকে চারটির মত বাচ্চা দিয়ে থাকেন। দেশী বিড়াল বেশিরভাগ ছাই, সাদা, কালো, হলুদ ও কমলা বর্ণের হয়ে থাকে৷ ইঁদুর থেকে শষ্য রক্ষা করার জন্য অনেকে বাড়িতে দেশি বিড়াল পুষে থাকেন। দেশি বিড়াল ইঁদুর খেয়ে থাকে। আর ইঁদুরও দেশি অনেক ভয় পায়। দেশি বিড়াল বাড়িতে থাকলে ইঁদুর ভয়ে বাড়িতে আসে না।


Pixabay

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 98245.67
ETH 2735.99
SBD 0.63