ক্লাস শেষে আড্ডা মুখর পরিবেশে সকল ছাত্র-ছাত্রী।।

in #campus19 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

কলেজ লাইফে সবাই চাই একটু আড্ডা দিতে। বিশেষ করে দেখা যায় ক্লাস শেষ হলে মাঠের এই প্রান্ত থেকে ও প্রান্ত সব জায়গায় ছাত্রছাত্রীরা অবশ্য আড্ডা দেয়। ঢাকা শহরে এরকম উন্মুক্ত পরিবেশ পাওয়া যায় না। আর আমাদের কলেজটি অনেক বড় তাই সবাই মিলে আড্ডা দিতে পারে এখানে। মাঠের দিকে তাকলে দেখা যায় গ্রুপ গ্রুপ হয়ে সবাই আড্ডা দিচ্ছে।

IMG20241210114230.jpg

কেউ কেউ আবার গ্রুপ স্টাডি তে ব্যস্ত। আবার দেখা যায় কয়েক দল কার্ড নিয়ে বসে কার্ড খেলা করছে। আর এমন সুন্দর মুহূর্ত গুলো কলেজের সৌন্দর্য কারো বাড়িয়ে দেয়। একটি কলেজের ছাত্র ছাত্রীদের পরিপূর্ণ থাকবে এটাই হচ্ছে কলেজের বৈশিষ্ট্য। আর এমনটি হলে কলেজের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়।

IMG20241210114234.jpg

আবার মাঠের দিকে তাকালে দেখা যায়, একদল ছেলেপেলে খেলাধুলায় ব্যস্ত। মূলত একেকজনের মানসিকতা এক একটা। যে যেটা পছন্দ করে ক্লাস শেষ হলে সে সেটা করতে ব্যস্ত থাকে।

IMG20241210114226.jpg

আমার নিজেরও কখনো মাঠে বসে আড্ডা দেই নাই। কারণ কলেজে আমার মেয়েদের সাথে মেশা খুব কম হয়। আর মাঠে বসে আড্ডা দিতে আমার অনেক সংকোচ বোধ হয়। তাই মাঝে মাঝে আমি আমার ছেলে বন্ধুদের সাথে ক্যাম্পাসে হাটাহাটি করে সময় কাটাই।
IMG20241210114241.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

কলেজ জীবন হলো মানসিকতা বিকাশের অন্যতম একটি বড় মাধ্যম। এ ধরনের আড্ডা খেলাধুলা ও ঘুরাঘুরি মাধ্যমে মানুষের বাহ্যিক মানসিকতা প্রকাশ পায়। আর প্রত্যেকটি ছাত্রছাত্রীদের এই কার্যক্রম গুলো করা উচিত। এগুলোর মাধ্যমে তার কলেজের প্রতি অনিয়া আসে না, হলে সে কিছু না হোক রেগুলার ক্লাস করতে আসে।

আজকের পর্বটি এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আবার নতুন কোন বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.28
TRX 0.24
JST 0.041
BTC 94586.62
ETH 3297.24
SBD 6.51