Now the statue of Shyama prasad is broken open in Calcutta.
সম্প্রতি ভারতে চলছে মূর্তি ভাঙ্গার অসহিষ্ণু আঘাত। ত্রিপুরা তামিলনারুর পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির কয়েক শত হাত দূরেই প্রকাশ্যে জনসম্মুখে ভাঙ্গা হলো ভারতীয় জাতীয়তাবাদের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মুর্তি। আজ সকাল আটটার দিকে কয়েকজন তরুন তরুনী স্লোগান দিতে দিতে এসে সি আর দাস পার্কে স্থাপিত শ্যামাপ্রসাদের মুর্তি হাতুরি ছেনি দিয়ে ভাঙ্গতে শুরু করে। ভাঙ্গা শেষে মুর্তির চোখে কালি লেপন করে দেয়। এই অবস্থা দেখে আশেপাশের লোকজন পার্কের গেট বন্ধ করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঐসকল তরুন তরুনীদের আটক করে। এইটা খুবই ন্যাক্যারজনক একটি ঘটনা। একজন ভারতীয় হয়ে ভারতীয় জাতীয়তাবাদের নেতার প্রতি এমন অবজ্ঞা কোন ভাবেই মেনে নেওয়া যায় না।
This post has received a 0.11 % upvote from @speedvoter thanks to: @sanjayshil2018.
This post has received a 0.04 % upvote from @drotto thanks to: @sanjayshil2018.