Koyla restaurant

in #cafe7 years ago

Place: # Koyla Resturent(হাতিরঝিল এর কাছাকাছি, আড়ং শোরুম এর একটু সামনের বিপরীতে)

Menu : Hayedrabadi biriyani, Lacchi, Cold drinks.

Price : Hayedrabadi biriyani=475 taka (per dish)/

image

Lacchi=100 taka (maybe)/ Cold drinks=35 taka (per glass).

Rating =8/10 (বিরিয়ানী সুস্বাদু ছিল। পাতিলে সার্ভ করে। এক পাতিল ২ জন শেয়ার করা যায়। মাংসের ৪ টা পিস থাকে এক পাতিলে। তেলের পরিমানটাও ঠিকঠাক মনে হয়েছে। সাথে মজাদার ৩ রকমের চাটনি দেয়। লাচ্চিটা খুব টেষ্টি। লাচ্চিটা সুন্দর একটি পাত্রে সার্ভ করে। প্লেটগুলো দারুন। ভিতরের পরিবেশ সুন্দর। এয়ারকন্ডিশন। ঢুকতেই চোখে পরবে পরিচ্ছন্নভাবে রান্না করার দৃশ্য। এটা একটু ভিন্নধর্মি । খাবারের দামটা একটু বেশিই নেয়। বিলের সাথে আলাদাভাবে সার্ভিস চার্জ নেয়। ওনাদের ব্যাবহার খুব ভাল। ভিতরে ঢুকতেই সালাম জানাবে, বসতে বলবে। তারপরই পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিংস্ এবং মেনু বুক।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.23
JST 0.034
BTC 100134.90
ETH 2801.39
SBD 3.80