আপনাদের সাথে শেয়ার করব কাগজ দিয়ে বানানো প্রজাপতির কিছু কথা।

in #bztdjh3 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন।
আপনাদের সাথে শেয়ার করব কাগজ দিয়ে বানানো প্রজাপতির কিছু কথা। আমরা অনেকেই কাগজ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকি।

20211229_124804.jpg

ওই রকম করে আমিও আমাদের বাড়িতে আমার বোনের কালার পেপার দিয়ে খুব সুন্দর সুন্দর প্রজাপতি বানিয়েছে।

20211229_124827.jpg

আমার বোন কালার পেপার দিয়ে প্রজাপতি এবং বিভিন্ন ধরনের জিনিস বানিয়ে থাকে সে কালার পেপার দিয়ে বিভিন্ন ওয়ালমেট বানাতে খুব পছন্দ করে।

20211229_124857.jpg

এইজন্য আমি বাজার থেকে ওকে অনেকগুলো কাগজ কিনে নিয়ে আসি। এবং কাগজের সাথে সাথে গামু কিনে দিই এবং সে কাগজ দিয়ে অনেক কিছু বানায়।

তার একটি ইচ্ছা সে কাগজ দিয়ে অনেক কিছু বানানো। এবং সেগুলো ঘরের মধ্যে সাজাবে এজন্য সে বিভিন্ন ধরনের ওয়ালমেট তৈরি করে কাগজ দিয়ে।

সে কাগজ দিয়ে বিভিন্ন ওয়ালমেট ফুলের গাছ ইত্যাদি বানিয়ে থাকে। এবং সেগুলো ঘরের দেয়ালের মধ্যে ঝুলিয়ে রাখে এবং দেখতে খুব সুন্দর লাগে।

তারা একটি ইচ্ছে হলো সে কাগজ দিয়ে অনেক কিছু বানিয়ে বানিয়ে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখবে। এবং আমাদের গোহাটি দেখতে অনেক সুন্দর লাগবে।

এজন্য আমার ছোটবোন প্রত্যেকদিন বিকেলবেলা অথবা রাত্রে বেলায় এ ধরনের জিনিস বানাতে বসে। এবং অনেকগুলো কাগজ কেটে কেটে জিনিস তৈরি করে।

আবার কোনো কোনো সময় সে স্কুলে না গেলে সকালবেলায় নাস্তা করে এরকম জিনিস বানাতে থাকে। আমাদের পৃথিবীতে জীবনটা প্রজাপতির রয়েছে।

কিন্তু মানুষ পেপার দিয়ে ও প্রজাপতির মতো অনুরূপ প্রজাপতি বানিয়ে দেখায়। সেই রকম করে আমার বুনো প্রজাপতি বানিয়েছে।

আমার বোন খুব সুন্দর সুন্দর করে প্রজাপতি বানিয়েছে। এবং আমাদের ঘরের দেয়ালের মধ্যে এগুলো ঝুলিয়ে রেখেছে একসাথে অনেকগুলো।

আমাদের এই ফুলগুলো বানিয়ে বানিয়ে এসে আমাদের ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। বাস্তবে প্রজাপতি দেখতেও খুব সুন্দর লাগে।

একই রকম ভাবে জীবন্ত প্রজাপতির মতো আমার বুনো ওই রকম করে বানিয়েছে। প্রজাপতি গুলো দেখতে খুবই সুন্দর লাগে।

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.27
JST 0.041
BTC 97478.26
ETH 3565.84
SBD 1.58