স্বরচিত কবিতাবলি

in #busy6 years ago

অসহায় নারিত্ব


মোঃইউনুছ নূর


তাসফিয়া ক্ষমা করো আমাদের অক্ষমতাকে।
তোমার আর্তনাদে পেলেনা আমাদের কাউকে।
নির্মম নির্যাতনে বার বার করছো মিনতি,
বাচঁতে চেয়ে করছো কতইনা আকুতি।
পারিনি মোরা তোমায় বাচাঁতে,
অকালে ঝরে গেলে নির্মম বিধিতে
করোছো কতইনা চিৎকার সে নিয়তে।।

চারদিক অন্ধকার, তোমার বিভৎস সম্ভ্রম রক্ষার চিৎকার।
কেপেঁ উঠেছে আরশ খোদার,
কাপেনি বক্ষ তাদের,ভীত নয় পাপিষ্ঠ আত্নার।
দানবীয় নিষ্ঠায়,মেতে উঠেছে নির্মম যৌনতায়,
শিল্পকে পদদলিত করে,সভ্যতাকে কলংকিত করে,
মানবতাকে খুন করে,
চালিয়েছে তোমার প্রতি,
মনুষ্যত্বের প্রতি,
জঘন্যতম তান্ডবে।
বলিষ্ঠ প্রলয়ে তোমার সম্ভ্রম কি আর রবে?

হে নারি! রাষ্ট্রযন্ত্র যদিও দিয়েছিলো তোমার ন্যায্য অধিকার।
বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজপতিরা কেড়ে নিয়েছে বারংবার।
গর্জনে তটস্থ রেখেছে দিয়ে হুংকার,
সর্বত্রেই তুমি নির্যাতনে,
কেদেছো সংগোপনে,
বিপর্যয়তা ছড়িয়ে ছিলো দুর্বিষহ এজীবনে।

হে নারী! তুমি বড্ড অসহায়!
নির্জন বাসায়,
হাটতে গিয়ে রাস্তায়,
গাড়িতে কিংবা রিকশায়,
তুমি ছিলে চরম অনিরাপত্তায়।
শিকার হয়েছো নানাবিধ হামলায়,
আক্রান্ত হয়েছো লজ্জার অস্থিরতায়।
লোলুপ দৃষ্টিতে থাকিয়েছে,কতপুরুষ বর্বরতায়।
কটূক্তি শুনেছো, হয়ে অসহায়।।

Sort:  

Hey. Hoping for a mutual subscription and upvote. I'm developing bots. Is the finished product: auto promoute in steem1t, bot inviter for telegram. Subscribe to mee

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.028
BTC 58584.45
ETH 2302.31
USDT 1.00
SBD 2.48