জামালপুর জামে মসজিদ সৌন্দর্য্যের এক অনন্য নিদর্শন

in #busy6 years ago

জামালপুর জামে মসজিদ
জামালপুর জামে মসজিদ বা জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ নামে পরিচিত । এটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা ।

অবস্থান
ঠাকুরগাঁও জেলা শহর থেকে পীরগঞ্জ থানায় যাওয়ার পথে বিমান বন্দর পেরিয়ে শিবগঞ্জহাট । সেখান থেকে তিন কিলোমিটার পশ্চিমে জামালপুর জমিদারবাড়ি জামে মসজিদ ।

বিবরণ
মসজিদ অঙ্গনে প্রবেশমুখে বেশ বড় সুন্দর একটি তোরণ রয়েছে । মসজিদের উপরে বড় আকৃতির তিনটি গম্বুজ রয়েছে । গম্বুজের শীর্ষদেশ কাচ পাথরের কারুকাজ করা আছে । এই মসজিদের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিনারগুলোর নকশা । মসজিদের ছাদে মোট আটাশটি মিনার আছে । একেকটি মিনারের উচ্চতা প্রায় ৩৫ ফুট এবং প্রতিটিতে নানান ধরনের নকশা করা রয়েছে । এত মিনার কোন মসজিদে দেখতে পাওয়া বিরল ব্যাপার । মসজিদটি চারটি অংশে ভাগ করা । সে অংশগুলো হলো মূল কক্ষ, মূল কক্ষের সঙ্গে ছাদসহ বারান্দা, ছাদবিহীন বারান্দা এবং ছাদবিহীন বারান্দাটি অর্ধ প্রাচীরে বেষ্টিত হয়ে পূর্বাংশে মাঝখানে চার থামের উপর ছাদ বিশিষ্ট মূল দরজা । খোলা বারান্দার প্রাচীরে এবং মূল দরজার ছাদে ছোট ছোট মিনারের নানান নকশা রয়েছে ।

ইতিহাস
কথিত আছে যে, তাজপুর পরগনার জমিদারবাড়ি থেকে রওশন আলী নামক এক ব্যক্তি এ অঞ্চলে আসেন এবং তাঁরই কোন বংশধর পরবর্তীতে এখানে জমিদারী পান । ১৮৬২ সালে এই জমিদারবাড়ির ভিত্তি স্থাপন করেন । বাড়িটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ১৮৬৭ সালে মসজিদের নির্মাণ কাজ শুরু হয় ।

Sort:  

You got a 32.26% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 102915.54
ETH 3788.98
USDT 1.00
SBD 3.28