মিঠাপুকুর বড় মসজিদ প্রাচীন প্রত্নতাত্ত্বিকের একটি অন্যতম নিদর্শন
মিঠাপুকুর বড় মসজিদ
মিঠাপুকুর বড় মসজিদ বাংলাদেশের রংপুর বিভাগে অবস্থিত একটি প্রাচীন মসজিদ । এটি মূলত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত একটি প্রাচীন মসজিদ । এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা । ধারণা করা হয় এটি মোঘল আমলের শেষের দিকে তৈরি ।
অবস্থান
রংপুর শহর থেকে ২৪ কিঃ মিঃ দক্ষিণে ও রংপুর - বগুড়া মহাসড়কের উপর অবস্থিত এই প্রাচীন মসজিদটি । রংপুর থেকে এখানে আসতে হলে আপনাকে প্রথমে বাসে বা অটো রিক্সা করে গড়ের মাথা নামক জায়গায় আসতে হবে । এখানে আসার পর পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে বিরামপুর ও দিনাজপুর সেই রাস্তা ধরে হেটে গেলে ৫ মিনি আর যানবাহন যেমন রিক্সায় গেলে দুই মিনিটেই যেতে পারবেন মিঠাপুকুর বড় মসজিদ । রাস্তা থেকেই বাম দিকে বা দক্ষিণ দিকে তাকালেই দেখতে পারবেন এই সুন্দর মসজিদটি ।
মিঠাপুকুর নামক উপজেলা সদরে এ মসজিদটি অবস্থিত বলে একে মিঠাপুকুর বড় মসজিদ বলে ।
বিবরণ
পাকা সড়কের পশ্চিমে দীর্ঘ প্রায় ২৫ একর আয়তনে একটি জলাশয় আছে । এটি প্রাক মুসলিম আমলে তৈরি তাতে সন্দেহ নেই । দিঘির নাম মিঠাপুকুর সেই নাম অনুসারে স্থানের নাম হয়েছে মিঠাপুকুর । এ মসজিদের চার কোনায় চারটি মিনার আছে । সেগুলি আট কোনাকার তৈরি । মিনারগুলি ছাদের কিছু উপর উঠে ছোট গম্বুজ শেষ । সামনের দেয়ালে তিনটি প্রবেশ পথ আছে উত্তর ও দক্ষিণে একটি করে প্রবেশ পথ আছে । সামনের দেয়ালে কেন্দ্রীয় প্রবেশ পথ । ভিতরে পশ্চিম দেয়ালে আছে তিনটি মেহরাব । মসজিদের ছাদের উপরে আছে তিনটি কন্দকারে নির্মিত তিনটি সুন্দর গম্বুজ ।
This post has received a $22.22 % upvote from @siditech thanks to: @shah95.
Here's a banana!
You got a 50.00% upvote from @whalecreator courtesy of @shah95! Delegate your Steem Power to earn 100% payouts.