My poem
অসীনির কাজ
--
ইতিহাস ছুয়েছে আমায়,কালো রাতের সেই গল্প বারবার আমাকে মনে করিয়ে দেয়!
তোমার পিছনে আছে শুধু ধু,ধু বালুচর!
না বলা শব্দ চয়ন মুহূর্তের মধ্যেই এক নিমগ্নতার গন্ধ স্রোতে ভাসা এক পদ্ম!
পড়ে থাকা বালুচরে সমস্ত অধরা কাপছে!
শ্বেতশুভ্র আলোর আলেয়া নাকি শিশিরে শব্দ,সমস্ত শরীরের লালবুনন ফুটে আছে
শ্বেত রক্ত!
!রুপোর বালা অসীনির কাজ যেন চক চকে এক আয়না।
সূর্যের প্রখর আলোয় লাল, বাদামি চটোকে বৈষ্ণবীর কান্না,
কন্ঠতার বলে আমাকে তোলো-
ধুপ আর চন্দনের গন্ধ,পড়ে থাকা খই মাটিতে লুটায়, সামনে এগোতেই অশরীর দাঁড় করিয়ে দেয় আমাকে!!
০১/০৪/২০১৮ইং