The Beauty of আটা ময়দা

in #busy7 years ago

ঢাকার একটি নামকরা বিউটি পার্লার। চারিদিকে বেশ নামডাক আছে। সেখানে কাজ করা মেয়ে গুলোর সুনাম বেশ। প্রতিষ্ঠানটির মালিক এ পেশায় সর্বচ্চো ডিগ্রিধারী। তিনি সবাইকে নিজের হাতে কাজ শিখিয়েছেন ! এখন খুব একটা সময় দিতে পারেন না।
FB_IMG_1528010665307.jpg
বিয়ের মৌসুম। উত্তরার ধনী ঘরের শ্যামলা মেয়ে সুমি তার অনেক কাছের বলতে গেলে নিজের মেয়ের মতো, সুমিকে নিজ হাতেই সাজালেন মালিক আপা। কনে দেখা, বিয়ে, বৌভাত সবকিছুতে নিজ হাতেই সাজিয়েছেন তিনি সুমিকে। নিজের কাজে নিজেরই গর্ব হয়েছে তার।

বৌভাতের পরেরদিন সকালবেলা। নবপরিণীতা বধূ সুমির বর (অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী-এন.আর.বি= নন রেসিডেন্স বাংলাদেশী) এসে হাজির মালিক আপার কাছে। হাতে একটি আইফোন ৭ প্লাসের বক্স। চকচকে, সিল্ডপ্যাক।

"এটি আপনার জন্য" বলেই লাজুক হাসি হেসে চলে যায় ছেলেটি।

মুগ্ধ আপা। নিজের কাজের এহেন পুরষ্কার কেউ দেয়নি আজ অবধি। মুচকি মুচকি তৃপ্তির হাসি হেসে প্যাকেট খুলতে লাগলেন।খুলেই চমকে গেলেন,রীতি মতো আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তার...

দেখলেন একটা নোকিয়া ১১০০, সাথে চিরকুটে লেখা
"দেখ কেমুন লাগে" তুই আটা-ময়দা মাইখ্যা আমারে যা দিছিলি, এইডা তারই প্রতিদান...!!!

🐸🐸🐸

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.26
JST 0.040
BTC 96532.56
ETH 3442.08
SBD 1.55