পাপুয়া নিউগিনিতে ভূমিকম্পে নিহত ৬৭

in #busy7 years ago (edited)

image-71812.jpg
পাপুয়া নিউগিনির প্রত্যন্ত একটি দ্বীপে গত সপ্তাহের ভূমিকম্পে অন্তত ৬৭ জন প্রাণ হারিয়েছে। এছাড়া এখনও সেখানে হাজার হাজার লোক গৃহহীন এবং খাবার ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবার রেডক্রস এ কথা জানিয়েছে।

এদিকে গত সপ্তাহের ভূমিকম্পের পর সোমবার ভোরে ৬ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প পরবর্তী কম্পনের কারণে দক্ষিণ হাইল্যাস, ওয়েস্টার্ন, এনগা ও হেলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে।

রাজধানী পোর্ট মোরেসবি থেকে পিএনজির রেডক্রস ও রেড ক্রিসেন্টের কান্ট্রি হেড উদয় রেগমি বলেন, ‘ন্যাশনাল ডিজাস্টার সেন্টার ও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম জানিয়েছে গত সপ্তাহের ভূমিকম্পে ৬৭ জন প্রাণ হারিয়েছে।’

তিনি আরো বলেন, ‘এতে প্রায় ১ লাখ ৪৩ হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও ১৭ হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে।’

সূত্র: বাসস

(ঢাকাটাইমস/৫মার্চ/এসআই)

Sort:  

500 free charitable coin sign up with ethereum address
https://ColourCoin.org/345304 $10 worth free
ICO ending in few days & let us make a fortune

thank you represent our bangladesh and bangla post 👍

  • powerful post in bangla (07/03/2018) link

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62589.43
ETH 2437.01
USDT 1.00
SBD 2.65