Eating time with my friend

in #busy7 years ago

FB_IMG_1521343365911.jpg
#Negative_review
নতুন রেস্টুরেন্ট হলেই আমাদের অভ্যাস তাতে ঢুঁ মারা।
অনেক রিভিউ দেখে গিয়েছিলাম "#Downtown_Resturant
কিন্তু গিয়ে হতাশই হইতে হয়েছে।।।
প্রথমেই আসি পরিবেশ নিয়ে।।।।
ভালো ডেকোরেশন হইলেই ভালো পরিবেশ হয় না।।।।
ছাদ এর কথা না হয় বাদই দিলাম।।।।
তাদের টেবিল গুলো এতো নোংরা ছিল যে সেদিকে তাকানোই দুষ্কর ছিল।।।
আর গ্লাস এবং চামচ ও যথেষ্ট নোংরা ছিল, যদিও বলার পর পরিবর্তন করে দিয়েছিল।।।
ওয়েটাররা হয়ত নতুন তাই বোঝে না কখন কোথায় যেতে হবে বা কি করতে হবে।।।।।
খাবার দিতে ১ ঘন্টার ওপরে সময় নিয়েছে।।।
এমনকি বিল দিতেও ১/২ ঘন্টা সময় নিয়েছে।।
আর একটা কথা তাদের বারবিকিউ জোন টা টেবিল এর পাশে হওয়ায় খুব অস্বস্তি লাগছিল।।।।
গরম লাগছিল।।
এবার খাবারের কথায় আসি।।।।
item:1
58.combo chicken
price:249 Tk
rating:5/10
শুধু রাইস টাই একটু ভালো ছিল।।।
আর গার্লিক চিকেন তো মুখেই দেয়া যাচ্ছিল না।।।। একদিকে তো সেদ্ধ হয়নি অন্যদিকে মশলার কোনো ফ্লেভার পাইনি।।।
ভেজিটেবল টাও ভালো ছিল না।।।
একটা গন্ধ লাগছিল।।

item:2
57.saucey drum chicken
price:249Tk
rating:5/10
আগেই বলেছিলাম শুধু রাইস টা ভালো ছিল।।
আর ড্রাম স্টিক ছিল শুধু সেদ্ধ চিকেন এর ওপর সস এর আবরণ।।
একদম বিশ্রী লেগেছে।।।।
আর ভেজিটেবল টা আগের টার মতোই।।।।

item:3
62.afgani chicken biriyani
price:200Tk
rating 4.5/10
শুধু বাসমতী চালের ভাত এর মধ্যে সস মেশানো মাংস দিলেই যে বিরিয়ানি হয়ে যায় আমার জানা ছিল না।।।
আমি নিশ্চিত বিরিয়ানির কোনো মশলা তারা ব্যবহার করে নি।।।।

item:4

  1. chicken kashmiri
    price:149 tk
    rating:6/10
    আমরা যদিও achari tangrii অর্ডার করেছিলাম কিন্তু তারা ভুল করে নাকি ইচ্ছা করে এটা দিয়ে গেছে জানি না।।। খাবারের মধ্যে এটা একটু ভালো ছিল।।
    যদিও গ্রিল এর সাথে কোনো পার্থক্য ছিল না।।।।

খাবারের দাম এর তুলনায় খাবার একদম বাজে হয়েছে।।।

সব শেষে এটাই বলব যে শুধু ৭ তলার ওপরে ডেকোরেশন করে আর হুদাই খাবার দামি বানাইলেই রেস্টুরেন্ট হয় না।।।।।
পরিচ্ছন্ন পরিবেশ আর মানসম্মত খাবার হলে একটা সাধারণ জায়গায়ও খাবার খাওয়া যায়।।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95505.15
ETH 2783.12
SBD 0.67