James - Majhe Majhe (imi)

in #busy7 years ago


 James - Majhe Majhe




source

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে
অতীতের সাথে হয় কথোপকথন,
মাঝে মাঝে নিজেকে বড় শূণ্য লাগে
দাঁড়িয়ে থাকা দূরের সাদা কাফন।
ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল।

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে

অতীতের সাথে হয় কথোপকথন।

হৃদয়ের মাঝে সিংহাসনে রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড় সে আছে আজ অনেক দূরে।
হৃদয়ের মাঝে সিংহাসনে রেখেছিলাম যারে যতন করে
ভাবতেই অবাক লাগে যে বড় সে আছে আজ অনেক দূরে।
ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল।

মাঝে মাঝে নিজেকে বড় একা লাগে

অতীতের সাথে হয় কথোপকথন।

আশার নয়ন সাগরেতে ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে মিথ্যে সকল আয়োজন।
আশার নয়ন সাগরেতে ভাসিয়ে ছিলাম যে সুখের তরী
জেনেছি অনেকটা পথ এসে মিথ্যে সকল আয়োজন।
ও থেমে যায়, ভেঙ্গে যায় জীবনের কোলাহল।

@emranimi

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.25
JST 0.039
BTC 95294.07
ETH 3307.23
USDT 1.00
SBD 3.91