Betterlife // The Diarygame 29-08-2024 // A very nice day
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। আমি @alomgir121 আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হোয়েছি। আশা করি শেষ পর্যন্ত সবাই সাথেই থাকবেন।বন্ধুরা প্রতি দিনের মত আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে, প্রথমে এস্টিমেট অ্যাকাউন্টটা একটু চেক করি। তারপরে আমি বাহিরে গিয়ে দাঁত ব্রাশ করি। তারপরে হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি গুলোকে খেতে দেই।এর পরে আমি ইনকিবিউটর টা চেক করি। বেশ কিছুদিন হোলো কোয়েল পাখির ডিম দিয়েদিছি তো সেই গুলার কি অবস্থা সেটা দেখার জন্যে। তারপরে মেশিন খুলে দেখি যে বেশ কিছু কোয়েল পাখির ডিম ফুটেছে।তার পরে সে গুলোকে পানি ও খাবার দেই।এরপরে গোসল করে, ফ্রেশ হয়ে নাস্তা করে, রিকশায় কোরে দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।
তারপরে দোকানে গিয়ে দোকান খুলে আল্লাহর নাম নিয়ে বেচাকেনা শুরু করলাম।আজকে বেচাকেনার অবস্থা বেশ ভালোই ছিলো আলহামদুলিল্লাহ। এর পরে বেচাকেনা কোরতে কোরতে যোহরের আজান হোয়ে যায়।তখোন মসজিদে গিয়ে যোহরের নামাজ আদায় কোরি।
তারপরে দোকানে এসে দুপুরের খাবার সেরে নেই।এর পর একটু বিশ্রাম নিলাম।তার ভিতরে কিছু কাস্টমার আসে মাল ক্রয় কোরতে,তো তাদের কাছে মাল বিক্রি করি।এর পরে আবার বিশ্রাম নিতে যাই।তখোন একটু পরেই আরেকটা কাস্টমার আসে মাল ক্রয় কোরতে,তার কাছে মাল বিক্রি করি। এর পরে আমার বড় ভাই তারনছেলেকে নিয়ে আসে ডাক্তার দেখাতে,তো তখোন সে আমার দোকানে আসে।তারপরে তার সাথে কথা বলি কুশল বিনিময় করি।
এরপরে তারা বেশ কিছুখোন থাকার পরে চোলে যায়।তারপরে আমি আবার দোকানদারি করতে থাকি।এর মাঝে আছোরের আজান হোলে মোসজিদে গিয়ে আছোরের নামাজ আদায় কোরে আসি।তার পরে দোকানে এসে দোকানের সামনে চেয়ার নিয়ে বোসি।আমি প্রায় প্রতিদিন এই ভাবে বিকলে বেলা দোকানের সামনে বসি।ভালোই লাগে বিকেলের পরিবেশ টা উপভোগ কোরতে।দোকানের সামনে ফাকা মাঠ,তাই খুব দারুন বাতাস আসে সব মিলিয়ে ভালোই লাগে।তারপরে মাগরিবের আযান হয়, তখোন মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় কোরে আসি।তারপরে দোকানে এসে সারা দিনের বেচাকেনার হিসেব কোরে, দোকান বন্ধো কোরে বাসায় চোলে যাই।বাড়িতে গিয়ে আমার বিটল পোকা গুলোকে একটু পরিচর্যা করি এবং ওদের কে খাবার দেই।
আপনারা হয়তো ওনেকেই বিটল পোকা সম্পর্কে অবগত আছেন।আমি বেশ কিছু বছর জাবৎ এই পোকা নিয়ে কাজ করছি।এবং অনলাইনে ঢাকায় পোকা বিক্রি কোরেছি।কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়েছিলাম। জাই হোক বিটল পোকা নিয়ে পরে একদিন লিখবো।তো তার পরে আমি ফ্রেশ হোয়ে খাওয়াদাওয়া সেরে একটু গল্পো করলাম।তারপরে সুতে চোলে গেলাম।
প্রিয় বন্ধুরা আজকের ব্লগ টা এ পর্যন্তই। সবাই শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামুয়ালাইকুম, আল্লাহ হাফেজ।
লেখোক @alomgir121
সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ