ইন্ডিয়া ক্রিপ্টো
আগামী ১১ সেপ্টেম্বর ভারতের হাইকোর্ট বিটিসি নিয়ে রুল জারি করবে। হয় বিটিসি অফ করবে না হলে এটাকে রেগুলেট করে চালু রাখবে। যেটাই হোক না কেন মানুষ অনেক ভয় আছে বিশেষ করে যারা বিটিসি ইনভেস্টর।
ইন্ডিয়ার সবচেয়ে বড় মার্কেট প্লেস ছিল যেবপে। সেটাতে মানুষ ডিপোজিট এবং উইথড্র করতে পারতো ইন্ডিয়ান রুপির সাহায্যে। কিন্তু কিছুদিন আগে আর বি আই বলে দেয় যে সকল ব্যাংক একাউন্ট বিটিসি লেনদেন করবে সেই সব একাউন্ট ক্লোজ করে দেওয়া হবে।
এই সিদ্ধান্তের পর এই আমরা দেখতে পাই বি টি সি মার্কেট অনেক ধ্বস নামে বিশেষ করে ভারতে। মানুষ ভয়ে বিটিসি সেল করা শুরু করে।
আমার মনে হয় না যে ভারত বিটিসি কে ব্যান করবে। ২ দিন আগে একটা নিউজ দেখলাম যে ভারতের কিছু অফিশিয়াল লোক বিদেশে ক্রিপ্টোকারেন্সি এবং আইসিও কি তা বুঝার জন্য। এবং রুতের আইআরবি চেষ্টা করছে ক্রিপ্টোকারেন্সি নিয়ে একটা রেগুলেশন দাঁড় করানোর। সুতরাং এই স্টেপ গুলো থেকে এটাই প্রতীয়মান হয় যে ভারতে বিটিসি থাকছে।
নরেন্দ্র মোদীও ব্লকচেইন টেকনোলজী নিয়ে অনেক আশাবাদী তার একটি টুইট ও আমরা কয়দিন আগে দেখেছি।