ঝিনাইদহের কোটচাঁদপুরে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

in #bsf7 years ago

অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল ) মির্জা সালেহ উদ্দিন জানান, শনিবার রাত ২টার দিকে উপজেলার বলুহরে গোলাগুলির ওই ঘটনা ঘটে।

নিহত সেলিম হোসেন (৪২) কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

সেলিমের বিরুদ্ধে মাদক চোরাচালান, অপহরণসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে বলে পুলিশের ভাষ্য।

পুলিশ কর্মকর্তা সালেহ উদ্দিন বলেন, রাতে পুলিশের একটি টহল দল বলুহর এলাকায় গোলাগুলির শব্দ শুনে সেখানে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাও গুলি ছোড়ে।

“এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ উদ্ধার করে। পরে স্থানীয় লোকজন তাকে সেলিম হিসেবে শনাক্ত করে।”

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দু রাউন্ড গুলি, ৩০০ ইয়াবা, ৩০ বোতল ফেনসিডিল, নম্বরবিহীন একটি প্রাইভেট কার ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলেও পুলিশের ভাষ্য।images (82).jpeg

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.031
BTC 79609.34
ETH 1627.25
USDT 1.00
SBD 0.86