"কৃষ্ণসায়র ফুলমেলা"(বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি পর্ব : 4)

in আমার বাংলা ব্লগ3 days ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।যাইহোক আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।

"কৃষ্ণসায়র ফুলমেলা"

বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি পর্ব : 4

GridArt_20250220_064951460.jpg

শীতকাল মানেই বাহারি ফুল-ফল ও সবজি।আর এই শীতকালেই দেখা যায় প্রচুর পরিমাণে নানান রঙিন ফুলের সমাহার।দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।তো আমাদের বর্ধমান ইউনিভার্সিটি ও কৃষ্ণসায়র উৎসব কমিটির যৌথ উদ্যোগে একটি ফুলের মেলার আয়োজন করা হয়।যেখানে কৃষি-শিল্প-চিত্র ও পুষ্প সব মিলিয়ে জমজমাট এক মিলনমেলা দেখতে পাওয়া যায়।এই ফুলের মেলায় মানুষ তার ফুলের গাছ নিয়ে আসে শুধুমাত্র মানুষের দর্শনের জন্য।তো আমিও সেই মেলা থেকেই সংগ্রহ করেছি এই বাগানবিলাস ফুলের ফটোগ্রাফিগুলি,আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।তো চলুন শুরু করা যাক---

বাগানবিলাস ফুল:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250220_065102.jpg

আমাদের খুবই পরিচিত একটা ফুল বাগানবিলাস।তবে এটিকে আমরা সবসময় কাগজ ফুল নামেই বলে থাকি।প্রায় সব জায়গাতেই এই ফুল গাছ চোখে পড়ে।যেমন-বাড়ির গেট,স্কুল প্রাঙ্গন, পার্ক কিংবা প্ল্যাটফর্ম জাতীয় স্থানেও এই ফুলের বেশ কদর রয়েছে।যদিও বাগানবিলাস একটি বিদেশী ফুল।

IMG_20250220_065115.jpg

এই ফুলের পাপড়িগুলো কাগজের মত পাতলা হয় বলে এই গাছের অপর নাম কাগজ ফুল বা কাগজি ফুল।তবে তিন পাপড়ির মধ্যে লম্বা ও সরু অংশটিই মূলত ফুল। যেটা বেশ ছোট সাইজের হয়ে থাকে।তবে কীট-পতঙ্গ আকর্ষণ করে না এই বাগানবিলাস ফুলে।সারাবছর এই ফুল ফুটতে দেখা যায় কম-বেশি।

IMG_20250220_065130.jpg

বাগানবিলাস ফুল বিভিন্ন রঙের হয়ে থাকে।কোনো কোনো প্রজাতির বাগানবিলাস ফুল গুচ্ছাকারে হয়ে থাকে আবার কোনো কোনো ফুল এমনি তিন পাপড়ি বিশিষ্ট হয়ে থাকে।ছোটবেলায় যখন শহীদ মিনারে ফুল দেওয়ার দিন আসতো।তখন অন্য ফুল না পেয়ে আমি সকালে উঠেই বাগানবিলাস ফুল পেড়ে নিয়ে আসতাম,তারপর তা দিয়ে সুই ও সুতা দিয়ে মালা গেঁথে খালি পায়ে দিয়ে আসতাম শহীদ মিনারে।

IMG_20250220_065252.jpg

IMG_20250220_065307.jpg

গুচ্ছাকারের বাগানবিলাস ফুলগুলি বেশি ভালো লাগতো দেখতে।ফুলগুলোর একটা থেকে আরেকটার দূরত্ব থাকে খুব কম। ফলে ফুল ফুটলে মনে হয় পুরো গাছ যেন ফুলে ফুলে ছেয়ে রয়েছে।তাছাড়া এই ফুল যতই শুকাতে শুরু করে ততই রঙের পরিবর্তন ঘটে।এই ফুল গাছের নিচে ঝরে পড়া পাপড়িগুলো দেখলে মনে হয় সারাটা সময় বসে কাটিয়ে দিই বিছানো পাপড়ির উপর।

IMG_20250220_065344.jpg

IMG_20250220_065402.jpg

আমি এখানে বেশ কিছু রঙের বাগানবিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছি।যেমন-সাদা ও গোলাপি রঙের সমন্বয়ে সংকর কাগজ ফুল,লাল,সাদা ,গাড় গোলাপি,হালকা গোলাপি এবং কমলা রঙের কাগজ ফুল/বাগানবিলাস ফুল।তবে সব ফুলের মধ্যে লম্বা সরু অংশটি সাদা কিংবা হালকা টিয়ে রঙের ফুল হয়ে থাকে।

IMG_20250220_065510.jpg

IMG_20250220_065541.jpg

বাড়ির আঙিনা,ছাদ কিংবা ব্যালকনির সৌন্দর্য্য বাড়াতে বাগানবিলাস ফুলের গুরুত্ব অপরিসীম।ভিন্ন ভিন্ন রঙের ফুলে যেন রঙিন হয়ে ওঠে চারিদিক।এই ফুল গাছের ডালে কিছুটা দূরত্বে দূরত্বে কাঁটাযুক্ত হয়ে থাকে এবং সূর্যের আলোতে খুব ভালো জন্মে বাগানবিলাস ফুলগুলি।।


আশা করি আমার আজকের ফটোগ্রাফিগুলি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমানের গোলাপবাগ

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 2 days ago 

টাস্ক প্রুফ:

GridArt_20250221_085906789.jpg

 3 days ago 

কৃষ্ণসায়র ফুলমেলায়, দারুন বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি ক্যাপচার করেছেন দেখতেছি। আপনারা যে এই ফুলকে কাগজ ফুল বলেন এটাও প্রথম জানলাম। তাছাড়া শহীদ মিনারে সুন্দর করে মালা গেঁথে এই ফুল দিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো। মোট কথা আপনার আজকের বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি, বর্ণনা দুটোই আমার কাছে দারুন লেগেছে।

 2 days ago 

হ্যাঁ ভাইয়া, আমরা কাগজ ফুল বলতাম এই ফুলকে।ধন্যবাদ আপনাকেও সুন্দর মতামতের জন্য।

 3 days ago 

বাগান বিলাস ফুল দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজ আপনি খুবই সুন্দর ভাবে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছেন। প্রতিটা কালারের বাগান বিলাস ফুল দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। ফুল পছন্দ করে না এরকম মানুষ অনেক কম রয়েছে আর আমি তো খুব ভালোবাসি।

 2 days ago 

আসলেই সকলে ফুল ভালোবাসে,আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো আপু।

 3 days ago 

ফুলমেলার আরো একটা পর্ব আমাদের মাঝে শেয়ার করলেন। এর আগের পর্বটাও সম্ভবত দেখা হয়েছে। আজকে বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। লাল রঙের বাগান বিলাস ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। এগুলো সামনাসামনি এখনো দেখা হয়নি। ধন্যবাদ দিদি ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 days ago 

আপু,সামনাসামনি দেখতে এগুলো আরো সুন্দর লাগে।ধন্যবাদ আপনাকে ও।

 3 days ago 

বাগান বিলাস ফুল আমি খুবই পছন্দ করি। আর এই ফুলের ফটোগ্রাফি করতেও আমার অনেক ভালো লাগে। বিভিন্ন কালারের বাগান বিলাস ফুলের সৌন্দর্য আপনার পোস্টে দেখে অনেক দারুন লাগলো আমার কাছে। সবগুলো কালারের বাগান বিলাস ফুল অনেক সুন্দর হয়ে থাকে।

 2 days ago 

আপনার সুন্দর মতামত পড়ে উৎসাহ পেলাম, অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 days ago 

এত সুন্দর সুন্দর বাগান গুলো ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে আমার কাছে। আমি এমনিতে ফুলের ফটোগ্রাফি অনেক বেশি পছন্দ করে থাকি। সে জায়গায় চমৎকার সব বাগান বিলাস ফুল দেখে তো মুগ্ধ হয়ে গেলাম।

 2 days ago 

আপনি ফুল পছন্দ করেন জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

আসলে মানুষের এই ধরনের শখ শৌখিনতা আজ দিন দিন হারিয়ে যাচ্ছে। আপনি এই ফুলের মেলায় ঘুরতে গিয়ে বিভিন্ন ধরনের ফুলের ফটোগ্রাফি করেছেন এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 days ago 

বিশেষ করে গাছের প্রতি মানুষের শখ বড্ড কমেছে,ঠিক বলেছেন।ধন্যবাদ দাদা।

 2 days ago 

বৈচিত্রময় বাগান বিলাস ফুলের সৌন্দর্য দেখে খুব ভালো লাগলো। আসলে বাগান বিলাস ফুল দেখতে বেশ সুন্দর লাগে। ফুলের পাপড়ির গঠন নান্দনিকতা খুবই দারুণ। আপনি বেশ দুর্দান্ত কিছু বাগান বিলাস ফুলের ফটোগ্রাফি করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 hours ago 

এই বাগান বিলাস ফুলগাছগুলো ছোট রয়েছে এখনও। তবে ফুল ঠিক ফুটে গিয়েছে গাছগুলো তে। অসাধারণ লাগল আপনার ফুলের ফটোগ্রাফি গুলো আপু। দারুণ করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 96422.40
ETH 2763.88
SBD 0.67