বর্ষকালে সবুজ মনরম প্রাকৃতির দৃশ্য
প্রথম ছবিট বিকেল বেলা আমি ঘুরতে গিয়ে একটা নদীর সামনে থেকে তুলেছিলাম ।তখন ছিলো বর্ষাকাল ।
নদীতে পানি আর পানি দিয়ে ভরপুর ছিলো সবকিছু ।
নদীর দুই পাশে ছিলো সবুজ ধান গাছ এর মাঠ দেখতে আসলেই খুবই সুন্দর লাগতেছিলো আমার কাছে । তাই আমি ছবিটি তুলেছিলাম ।
পরের যে ছবিগুলো আপনারা দেখতে পারতেছেন সেগুলো আমি একই নদীথেকে বর্ষ
কালের আগে তুলেছি । এখানে তখন নদী খনন করা হচ্ছিলো । বাংরাদেশ এর নদী গুলো খুব সহজে ভরে যাই ময়লা দিয়ে তাই এগুলো মাঝে মাঝে খনন করতে হয় ।