বইয়ের সাথে জীবন গড়ি বইকে ভালোবাসি,বই যে আমার দুঃখ সুখের স্বপ্ন রাশি রাশি।বইয়ের সাথে মিলবো আমি ভাল- মন্দ বুঝতে ,বই যে আমার সহায় থাকে জীবন বাতি খুজতে।আলোর পথে চলতে হলে বইকে করো সাথী,যে বই তোমার দিতে পারে আধার ঘরের বাতি।বই পড়ো ভাই বই পড়ো জানবে অনেক কিছু ,বই তোমায় দিবে মান করবে নাতো নিচু।