বগুড়ার বিখ্যাত দই এর দোকান

in #bogra2 years ago (edited)

বগুড়ার বিখ্যাত দই এর দোকান এবং বগুড়ার বিখ্যাত দই কোথায় পাওয়া যায়, চুন্নু চাপ এন্ড কাবাব ঘরের টেস্ট কেমন ছিল

সহজ কথা দোকান এর সিকিরুটি মানি হিসেবে এটা নেয়া হয়।আর ৫,৬লাখ টাকাতে এখন দোকান পাওয়া কঠিন।কারন মালিক পক্ষ চাই,এমনভাবে টাকা নিতে ,যাতে সেই টাকা দিয়ে দোকান ঘর করার পর,যা থাকবে সেটা দিয়ে মালিক অন্য ব্যবসা করবে অথবা ব্যঙ্ক ,পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট করবে।এজন্য এসব ১০,১২লাখ টাকা শুধু সিকিরুটি মানি দিয়ে দোকান নিয়ে ব্যবসা করা খুব যন্ত্রনার,এটা না করা ভাল।এর থেকে ল্যপটপ কিনে,ইন্টারনেট লাইন নিয়ে ওয়েবসাইট বানিয়ে আয় এর চেষ্টা করা উচিত।৫,৬মাস কিছু ট্রেনিং করলে ল্যপটপ ও ইন্টারনেটের ব্যবহার শিখলে এই কাজ করা যায়।আর ওয়েবসাইট নিজে বানাতে হবে না,এক্সপার্ট দের দিয়ে কাজ করিয়ে নিতে হবে।

Coin Marketplace

STEEM 0.11
TRX 0.23
JST 0.030
BTC 78534.91
ETH 1531.60
USDT 1.00
SBD 0.64