বিএনপিও বঙ্গবন্ধুর ভাষণ উদ্যাপন করুক!
বিএনপিও বঙ্গবন্ধুর ভাষণ উদ্যাপন করুক!
একাত্তরের মুক্তিযুদ্ধ যেমন সমগ্র জাতির সম্পদ, তেমনি সাতই মার্চের রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণও। এ নিয়ে কোনো বিতর্ক হওয়া উচিত নয়। সাতই মার্চের ভাষণ মুক্তিযুদ্ধের সময় গোটা জাতিকে অনুপ্রাণিত ও আন্দোলিত করেছে।
বঙ্গবন্ধুর সেই ভাষণ ইউনেসকোর স্বীকৃতি পেয়েছে বলে এর গুরুত্ব বাড়েনি। ভাষণটি গুরুত্বপূর্ণ বলেই ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে। ইউনেসকো এ ঘোষণা না দিলেও বঙ্গবন্ধুর ভাষণ এতটুকু ম্লান হতো না, গুরুত্ব হারাত না।
ইউনেসকোর স্বীকৃতির বহু আগে ...
Read More>>http://destyy.com/wyMC4j