Blue whale নিয়ে কিছু কথা, যেগুলা না জানলেই বিনোদন মিস!!!!

in #blue7 years ago

Blue whale নিয়ে কিছু কথা, যেগুলা না জানলেই বিনোদন মিস!!!!
১. গেইম টা পিসি গেইম। (কোন Android গেমস না)
২. গেইম টা রিয়েল আইপি ছাড়া লগইন করা যায় না ।
৩. গেইম টা অনলি ডার্ক ওয়েবে পাওয়া যায় (৯০% বাঙ্গালী ডার্কওয়েব নামই শুনছে কিনা সন্দেহ)।
৪. ডার্ক ওয়েব যেন তেন পাব্লিক ঢুকতে পারবে না (আমরা যে নেট জগত জানি তা কেবল ৪% অনলি! বাকি ৯৬% ডার্ক ওয়ার্ল্ড)।
৫. ডার্ক ওয়েবে আপনি কোন স্ক্রিন শর্ট নিতে পারবেন না ।
৬. ডার্ক ওয়েব এর ওয়েবসাইট হয় লিংক নয়। সেসব ওয়েবসাইটে ক্রোম, ফায়ারফক্স মানে নরমাল কিছুর সাহায্যে ঢুকতে পারবেন না ।
৭. গেইম টা বিট কয়েন (ইন্টারনেট কারেন্সি) দিয়ে কিনতে হয় । ১ বিট কয়েন = ৪০০০+ ডলার । আর ১ ডলার = ৮২ টাকা! সো হিসাব বুইঝা!
৮. এটা কোন Apk or exe ফাইল না, ব্রাউজ করে খেলতে হয় ।
খেলবেন ভায়া গেইম ?
মরার আগে কিডনি দুইটা বেচার চিন্তাভাবনা করেন । আবাল পোলাপাইন ফেসবুকে পোস্ট দেয় ১২ লেভেল পার করেছে , ২৬ লেভেলে আছে। আমার চুল, অরজিনাল কপি হইলে আপনার আইপি এমন ভাবে ওদের কাছে ধরা খেত যে আপনি চিন্তায় ই মরে যেতেন।
ফেসবুক পোস্ট দিতেন না !!
বাংলাদেশে রিয়েল আইপি ব্যাবহারকারী ফ্রীল্যান্সার ছাড়া কেও নেই বললেই চলে ।
এছাড়া সবাই অনটাইম টেম্পরারি আইপি ইউজার! ( বিশ্বাস না হলে ফোনের আইপি ডাটা অন অফ করে দুই বার চেক করে দেখুন ) তাই বাংলদেশের কেও ই নামায় নাই!
যারা পোস্ট দিয়া চিল্লাচিল্লি করে প্লে স্টোর বা গুগল থেকে ফেইক গুলা নামাইয়া ভাব মারে । যদি খেলতেই ইচ্ছে হয় তাহলে বলবো ভাইয়া ডার্ক ওয়েবে যাও, বিট কয়েন যোগার করো কিডনি বেচে , প্রোভাইডার থেকে রিয়েল আইপি কিনে, গেইম টি খেলবা ।
ডেমো খেইলা চিল্লাচিল্লি করে মাথা খারাপ করিও না । যারা পোস্ট দেয় তাদের কে সম্ভার্ধনা দিন । হাহা রিয়্যাক্ট দিন। কদিন ধরে এত পোস্ট দেখতাছি ফেইসবুকে Blue Whale নিয়া ,, সুইসাইড নিজের করতে ইচ্ছে করে ।
আবার খবরে দেখলাম হলিক্রসের মেয়ে গলায় দড়ি দিয়েছে Blue whale খেলে , ডাবল লুল গলায় দড়ি দেওয়া টাস্ক টা কত নম্বরে উপরওয়ালা যানে ।
আর নিউজ দেখে আমার আম্মাজানও! আরামের ঘুম হারাম কইরা ফোন দিয়া সতর্কবানী শুনায়!
আর কত? অফ যা এইবার

Coin Marketplace

STEEM 0.25
TRX 0.21
JST 0.036
BTC 98122.26
ETH 3384.17
USDT 1.00
SBD 3.38