নানান রঙের রঙ্গন ফুল। ফুলের সেরা রঙ্গন ফুল।

in #bloglast month

বিসমিল্লাহির রহমানির রহিম

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আপনাদের দেয়ার আল্লাহ রহমতে আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর ঢ়েড়স ফুল সম্পর্কে

20240729_094038.jpg

এই ফুলের নান রঙ্গন ফুল। এই ফুল বিভিন্ন ধরনের হয়, এর অনেক আঞ্চলিক নাম রয়েছে। গুচ্ছ আকারে তারার মতো ফুটে রঙ্গন ফুল। বাগান বা বাড়ির আঙিনায় সৌন্দর্য বৃদ্ধি জন্য রঙ্গন ফুল সেরা। এই ফুল কয়েক জাতের হয়।

20240729_094041.jpg

শোভা বর্ধনকারী এই ফুল গন্ধহীন, পাঁচটি পাপড়ি যুক্ত এই ফুল বেশ চমৎকার। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের এই ফুলের আবাসন, তবে উপমহাদেশে ও এর বিস্তার কমতি নেই। রঙ্গন ফুল শক্ত ডগা বিশিষ্ট হয়, এ ফুল সহজে ঝরে পরে না, ফুল থেকে এক ধরনের ফল হয়। রঙ্গন একটি বারো মাসি ফুল।
এটি গুচ্ছ আকারে হয় এক সাথে ৮০/৯০ টির ও বেশি ফুল হয়। এটি গুল্ম জাতীয় বৃক্ষ ৩/৪ ফুটের বেশি বড় হয় না।

20240729_094047.jpg

সবুজ পাতার ফাঁকে উঁকি মারে নানান রঙের রঙ্গন ফুল। বিলাসবহুল বাড়িতে রঙ্গন ফুল সবার সেরা। এই ফুল সাধারণত বর্ষা ও গ্রীষ্ম ঋতুতে ফুটে। কলমের সাহায্যে ও এই গাছের প্রজনন বৃদ্ধি করা যায়।

20240729_094045.jpg

প্রিয় বন্ধুগন আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাইকে কাঠ মালতী ফুলেল শুভেচ্ছা। এবং শুভ সকাল।
আমার জন্য দোয়া করিবেন, সবাই নিজের প্রতি যত্ন নিবেন। আজকে এ পর্যন্ত ই। আল্লাহ হাফেজ

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56552.34
ETH 2332.65
USDT 1.00
SBD 2.35