আমাদের বাড়ির আঙিনায় মালটা গাছটি।

in #blog2 months ago

বিসমিল্লাহির রহমানির রাহিম।

আসসালামু আলাইকুম। শুভ সকাল, কেমন আছেন বন্ধুগন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।আপনারা ভালো থাকেন এটি আমার প্রত্যাশা।সবার জন্য শুভ কামনা রইল।

এটি আমার মালটা গাছ। আজ আমি আপনাদের সাথে এর গুণাবলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।চলুন তাহলে শুরু করা যাক।

20240720_143202.jpg

মালটা গাছটি রোপণ করেছে মাত্র বছর ২ হবে। এতে প্রচুর ফল আসে, এবং ফলগুলো অনেক মিষ্টি হয়।মালটা গাছের তেমন কোন যত্ন নিতে হয় না। রোপণ করার পর মাঝে মাঝে পাতায় কোন সমস্যা হলে পোঁকা দমনের জন্য কীটনাশক প্রয়োগ করতে করলে পোঁকা মরে যায়।তাহলে ফুল ধরলে আর ঔষধ দিতে হয় না। সব ফুল থেকে ফল থাকার সম্ভবনা থাকে। এবং ফলগুলো পরিপুষ্ট হয়।

20240720_143111.jpg

আমাদের গাছের মালটা গুলো অনেক বড় বড় হয়,এবং গাছে অনেক বেশি ফল আসে। মলটা একটি টক জাতীয় ফল, এতে রয়েছে ভিটামিন-সি, যা আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। নিজেদের ২/১ টি মালটা গাছ থাকলে খাদ্য চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করা যায়।মালটা ফল আমার দেশে প্রচুর চাহিদা রয়েছে। তাই দাম ও ভালো পাওয়া যায়।এই ফলটি আমাদের দেশে বেশি চাষ হয় না, তাই দাম বেশি থাকে।

20240720_143116.jpg

বসত বাড়ির সামনে মালটা গাছ থাকলে দেখতে খুব সুন্দর লাগে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, এবং গাছ কার্বন-ডাইঅক্সাইড ত্যাগ করলে গাছ তা গ্রহণ করে মানব জাতিকে লক্ষা করে। যাই হোক গাছ আমাদের জন্য অনেক উপকারী। গাছ লাগান পরিবেশ বাঁচান, গাছ লাগান বিশ্ব বাঁচান।

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের জন্য শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করিবেন। আল্লাহ হাফেজ

ধন্যবাদ সবাইকে

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 56775.06
ETH 2345.64
USDT 1.00
SBD 2.36