ফুল মানেই সৌন্দর্য ভরপুর।
বিসমিল্লাহির রহমানির রহিম
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন। আপনাদের দেয়ার আল্লাহ রহমতে আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুন্দর ঢ়েড়স ফুল সম্পর্কে।
হলুদ রঙের সুন্দর এই ফুলের মাঝে গর্ভমুন্ড লাল খয়েরী ফুলটির নাম ঢ়েড়স ফুল।ফুলটি একটি সবজি গাছের ফুল। এটি দেখতে দারুণ লাগে। ফুলগুলো দেখতে অসাধারণ লাগে, পাঁচটি পাপড়ি বিশিষ্ট সুন্দর এই ফুলের সৌন্দর্যের শেষ নেই। ঢ়েড়স ফুল মাঠে ফুটলে জমির দিকে তাকালে চারপাশে মনে হয় হলুদ রঙের সমাহার।
নিজের হাতে তোলা ফুলগুলো আমার ভালো লাগছে তাই ক্যামেরায় বন্দী করলাম। ঢ়েড়স ফুল মাঠে ফুটলে হলুদ রঙের ফুলের সমাহার ঘটে। ঢ়েড়স একটি সুস্বাদু সবজি যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হলুদ রঙের এই ফুলগুলো রোদের আলোতে ফুটে। রোদের আলোতে ফুলে পরলে ঝলমলে উজ্জ্বল রঙের দেখায়। মনে হয় ফুলগুলো আলোতে ফুটে আছে। সবুজ গাছে লাল হলুদ রঙের এই ফুল মন জুড়িয়ে যায়।
সুন্দর এই ফুলের সৌন্দর্য আসলেই আমার খুব ভালো লাগল। সুন্দর এই ফুলের ফলগুলো সবুজ রঙের হয়,ফলের বীজ থেকে চারা গাছের জন্ম হয়। এই গাছের সবজি গুলো বারো মাসি।
প্রিয় বন্ধুনগ আজকে এ পর্যন্ত ই। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করিবেন। আল্লাহ হাফেজ
ধন্যবাদ সবাইকে
এই ফুল দেখতে খুব সুন্দর লাগে। এবং ঢেঁড়স ভাজি খেতে খুব মজা লাগে।