সরকারী তিতুমীর কলেজের নবীন বরণ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীর অনুভূতি।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
সমস্ত প্রশংসা সেই মহান রবের দরবারে যার অশেষ কৃপায় আমরা তরুণ একঝাক মেধাবী শিক্ষার্থী নতুন এক শিক্ষা আঙিনায় একত্রিত হতে পেরেছি।
সরকারি তিতুমীর কলেজ কর্তৃক আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমার পিত্রি ও মাতৃতুল্য শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা, এবং পল্লীর আঁকাবাঁকা মেঠো পথ থেকে ছুটে আসা এক ঝাঁক তরুণ মেধাবী সহপাঠী, এছাড়া উপস্থিত সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
আমি আজ অত্যন্ত আনন্দিত যে এরকম নামকরা একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমি আমার শিক্ষা জীবন শুরু করতে যাচ্ছি। এই সরকারি তিতুমীর কলেজ একটি স্বনামধর্ম শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক। এবং এখানকার প্রত্যেকটা কর্মচারী সহযোগিতা পূর্ণ মনোভাব রাখেন, এ কথা আমরা বড় ভাইদের থেকে শুনে এসেছি। আজকের এই দিনে আমরা আশা রাখবো যে আগামী দিনগুলোতে যেন আমরা এই প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারি।
আজ আমরা আমাদের জীবনের সকল একটি সমাপ্তির পরে, নতুন এক শিক্ষা আঙ্গিনায় এসে হাজির হয়েছি। যেখানে রয়েছে মুক্ত অবকাশ,স্বাধীন চিন্তা শক্তির মাধ্যমে মেধাকে বিকাশিত করার শ্রেষ্ঠ মাধ্যম। আর এই সঠিক শিক্ষার মাধ্যমে বিকাশিত হোক আমাদের মেধা,যোগ্যতা ও মনশীলতা । এটাই আমাদের প্রত্যাশা।
ইতিপূর্বে আমরা এই কলেজের বিভিন্ন সুনাম শুনে এসেছি। অতীতে এ কলেজ থেকে পাশ করে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক অবদান রেখে চলেছে। আমরাও চাই দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। এ কলেজের সুনাম বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে।
আজ শত শত নবীন শিক্ষার্থী আমরা ছুটে এসেছি এই শিক্ষার আঙ্গিনায়, আমাদেরকে সদরে গ্রহণ করে নিয়ে এই কলেজের ঐতিহ্য রক্ষার অংশীদার করার জন্য অনুরোধ করছি।
এখানকার শিক্ষা দিয়ে আমরা দেশ জাতি ও মানবতার কল্যাণে কাজ করতে চাই। একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এ আশা ব্যক্ত করেই আমি আমার প্রতিবেদন শেষ করছি।