শীতের ছুটি শেষে ঢাকার ব্যস্ত শহরে ফেরা।।

in #blog17 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

IMG20250104091832.jpg

শীতের ছুটি আমাদের জীবনে এক নতুন আনন্দ ও উষ্ণতার বার্তা নিয়ে আসে। এই সময়টাতে প্রকৃতি যেমন স্নিগ্ধ ও মনোরম হয়ে ওঠে, তেমনি পরিবার ও প্রিয়জনদের সাথে কাটানো মুহূর্তগুলো হৃদয়ে এক বিশেষ স্থান করে নেয়। তবে ছুটির শেষে ঢাকার ব্যস্ত শহরে ফেরা অনেক সময় এক ধরনের মানসিক চাপের কারণ হতে পারে।

IMG20250104065536.jpg

শীতের ছুটির দিনগুলোতে সাধারণত আমরা শহরের কোলাহল ছেড়ে গ্রামে বা প্রকৃতির কাছাকাছি চলে যাই। পরিবার-পরিজনের সাথে সময় কাটানো, শীতের পিঠা-পুলি খাওয়া, শীতের সকাল-বিকেলের আড্ডা—সবকিছুই আমাদের জীবনে বিশেষ রঙ নিয়ে আসে।

IMG20250104065552.jpg

ঢাকায় ফেরার প্রস্তুতি:

ছুটি শেষে ঢাকায় ফেরা মানেই আবার ব্যস্ত জীবনে ফিরে আসা। ঢাকায় আসার জন্য কয়েকদিন আগে টিকিট কেটে রাখি। আজ সকাল ভোরবেলা ঘুম থেকে উঠে কাকাদের বাড়ি যাই দেখা করতে, যাওয়ার সময় মাঠের দিকে তাকিয়ে দেখি কুয়াশায় ঢাকা। প্রকৃতি যেন গ্রাম থেকে যেতে মন চাইছিল না। তবুও পড়াশুনার তাগিদে ঢাকাতে তো যেতেই হবে। ভোরবেলা ভাইয়া আমাকে বাসস্ট্যান্ডে দিয়ে আসে। এরপর গাড়ি ছেড়ে দেয়।
IMG20250104090833.jpg

IMG20250104110737.jpg

বাসে উঠে একটা ঘুম দেই । ঘুম থেকে উঠে দেখি গাড়ি ফেরিতে চলে এসেছে। ফ্রিতে গাড়িগুলো সারিবদ্ধভাবে সাজানো ছিল। সময় যত যাচ্ছিল ঢাকার দিকে যত এগিয়ে চলেছিলাম। আর এভাবে কেটে গেল এবারের শীতের ছুটি।

IMG20250104132830.jpg

IMG20250104132827.jpg

IMG20250104110751.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

শীতের ছুটি আমাদের যেমন নতুন শক্তি ও প্রেরণা দেয়, তেমনি ঢাকার জীবনে ফিরে এসে এই শক্তিকে কাজে লাগানো উচিত। জীবনের প্রতিটি মুহূর্তকে ইতিবাচকভাবে গ্রহণ করাই আমাদের সুখী ও সফল হওয়ার মূলমন্ত্র।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 106188.17
ETH 3309.01
SBD 4.38