বাণিজ্য মেলাতে দেখা গেল বিভিন্ন রকমের পিঠা উৎসব।।

in #blog2 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

পিঠা বাঙ্গালীদের ঐতিহ্যবাহী খাবার। পিঠার মৌসুমে বাঙালি পিঠা খাবে না এটা হতে পারে না। শীতের সময় গ্রাম অঞ্চলগুলোতে দেখা যায় গ্রামের মহিলাটা পিঠা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রতিটি বাড়িতে দেখা যায় পিঠার উৎসব।(

IMG20241116175207.jpg

ঐদিন বিকেল বেলা ঘুরতে গিয়েছিলাম বাণিজ্য মেলায়। সেখানে যে দেখতে পারি বাহারি রকমের পিঠার আয়োজন ছিল। অনেকগুলো আনকমন যেটা ছিল। যে পিঠাগুলো নাম কখনো দেখা হয় নাই।

IMG20241116175249.jpg

আমরা তিনজন বন্ধু সেখানে গিয়েছিলাম। যাওয়ার পথে আমাদের অনেক বাধা অতিক্রম করতে হয়। কারণ ওই দিনটা ছিল জ্যাম জটে ভরা। রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম ছিল। এরপর আমাদের সেখানে যেতে হয়। সেখানে যাওয়ার পর অনেক কিছু দেখতে পারি। বাণিজ্য মেলা আসলে অনেক সুন্দর করে সাজানো হয়।
)

IMG20241116175257.jpg

IMG20241116175255.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

শীতের দিনে পিঠাগুলো অনেক মজার হয়ে থাক। শীতের সময় পিঠা খেতে অনেক ভালো লাগে। তাই সিট আসলে পিটা খাওয়ার আলাদা একটা আমেজ জাগে। সেখানে আমরা বা এরকম পিঠা দেখে একেকটা খেয়ে টেস্ট করছিলাম পিঠাগুলো অনেক মজাদার ছিল।

আমরা সবাই বাড়িতে চলে আসি, সর্বোপরি দিনটা অনেক ভাল ছিল।

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95691.61
ETH 3343.89
USDT 1.00
SBD 3.03