প্রতিদিন কলেজ বাসে যাতায়াতের আনন্দ।।

in #blog10 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

কলেজ জীবনের দিনগুলো প্রতিটি শিক্ষার্থীর মনে এক বিশেষ স্থান দখল করে রাখে। আর এই জীবনের অন্যতম স্মৃতি হয়ে থাকে কলেজ বাসে যাতায়াত। প্রতিদিনের এই ভ্রমণ শুধু একটি স্থান থেকে আরেকটি স্থানে যাওয়া নয়, এটি যেন বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি মঞ্চ।

IMG20250112152118.jpg

প্রতিদিন সকালবেলা যখন কলেজ বাস আসে, তখনই শুরু হয় মজা। বাসের ভেতরে বসা সবার হাসি-আনন্দ, গান গাওয়া, গল্পের আসর যেন অন্যরকম এক পরিবেশ তৈরি করে। কেউ মজার কৌতুক বলে, কেউ আবার প্রিয় গানটি গেয়ে ওঠে। পাশাপাশি বন্ধুদের সঙ্গে পড়াশোনার আলোচনা, পরীক্ষা নিয়ে চিন্তা কিংবা নতুন কোনো বিষয় শিখে নেওয়ার অভিজ্ঞতা বাস যাত্রাকে আরও অর্থবহ করে তোলে।

IMG20250112152123.jpg

কখনো কখনো ছোটখাটো তর্ক-বিতর্কও জমে ওঠে বাসে। এসব মুহূর্ত একদিকে যেমন মজার, অন্যদিকে বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। দীর্ঘ পথ পাড়ি দেওয়া সত্ত্বেও সময় কেটে যায় দ্রুত। কখনো জানালার বাইরে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, কখনো আবার বৃষ্টির মাঝে বাসের ছাদে বৃষ্টির শব্দ শোনা, প্রতিটি অভিজ্ঞতা এক-একটি স্মৃতির পাতায় লিখিত হয়।

IMG20250112152136.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
এছাড়া কলেজ বাসে যাতায়াতের আরেকটি বড় সুবিধা হলো একসঙ্গে অনেক বন্ধু একত্রে সময় কাটানোর সুযোগ। এই যাত্রাপথেই তৈরি হয় অসংখ্য স্মৃতি, যেগুলো জীবনের পরবর্তী সময়ে ফিরে দেখা যায় হাসিমুখে।

সব মিলিয়ে, প্রতিদিনের কলেজ বাস যাত্রা কেবল ভ্রমণ নয়, এটি এক মজার এবং স্মৃতিময় অভিজ্ঞতা, যা শিক্ষার্থীদের জীবনের অপরিহার্য অংশ।।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 106136.38
ETH 3327.24
SBD 4.43