চারুলতা ফুলের সৌন্দর্য।।

in #blog16 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

চারুলতা আমাদের পছন্দের অন্যতম সেরা একটি ফুল। এই ফুলগুলো আমাদের বাড়ি আশপাশে বেশ দেখা যায়। বাগান বিলাসীদের বাগানে এই ফলটি বেশ থাকে। এটি যেন বাগানের সৌন্দর্যকে হাজারগুন বাড়িয়ে দেয়। আমাদের আশপাশে যে সকল ফুলের প্রেমিদের দেখা যায়। তারা এই ফুলটিকে বেশ পছন্দ করে থাকে। এই ফুলের বিভিন্ন রঙ হয়ে থাকে, লাল গোলাপি সবুজ ছাড়াও বিভিন্ন জাতের দেখা যায়। এটি আমাদের পরিবেশের সৌন্দর্যকে বাড়িয়ে দেয়।

IMG20240904175746.jpg

এই ফুলের রয়েছে আলাদা একটা মিষ্টি গন্ধ, যার স্নিগ্ধ ঘ্রাণ আমাদের পরিবেশকে মুগ্ধ করে তোলে। এই ফুলটি আমার বেশ পছন্দ। সবুজের মাঝে লাল টকটকে ফুল ফোটে থাকতে যেন দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই ফুলটি গাছে অনেক দিনের স্থায়িত্ব থাকে, ফুলটি অনেক দিন ধরে ফুটে থাকার কারণে গাছটা দেখতে খুব ভালো লাগে। এটি বছরের অর্ধেক সময় ধরে ফুল দিয়ে থাকে। তার ফুলের সৌন্দর্যে পরিবেশকে মুগ্ধ করে রাখে।

IMG20240904175753.jpg

ঐদিন বিকেল বেলা আমি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো একটি ফুলের বাগান । বাগানের গাছগুলোতে তেমন কোন ফুল ছিল না, তবে এই গাছটিতে ফুল ফুটেছিল। এই ফুলটি দেখতে খুবই ভালো লাগতেছিল। ফুলের বাগান গুলোতে ফুলের মাধ্যমে বাগান তার সৌন্দর্য ফুটিয়ে তুলবে এটাই পরিবেশের অন্যতম মাধ্যম।

IMG20240904175749.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঝিনাইদহ, বাংলাদেশ
ছবি তোলা
মাঠে

এই ফুলের নামটি আমার জানা ছিল না। গুগলে সার্চ করার মাধ্যমে তার নামটা জানতে পারি। এরপরে আমি সিদ্ধান্ত নেই, বাড়ির আশেপাশে এই ফুল গাছগুলো লাগিয়ে রাখবো। আপনারা যারা ফুলকে অনেক ভালোবাসেন, তারও এই ধরনের গাছগুলা বাড়ির আঙিনায় লাগিয়ে রাখতে পারেন।।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98043.90
ETH 3346.07
USDT 1.00
SBD 3.02