আপনার কর্তব্য।। নিজের লেখা ইসলামিক পোস্ট নং-০৭
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আরেকটি কথা, ঈমান ও ইসলামের দাবি হলো, যে ভাইদের কাছে এখনো এ সত্য ও আমানত পৌঁছায়নি, প্রত্যেক মুমিন তার অপর ভাইয়ের কাছে এই আমানত পৌঁছে দেবে। এজন্য আপনারও দায়িত্ব রয়েছে, একমাত্র আল্লাহর ওয়াস্তে এবং অপর ভাইকে মহব্বত করে এ সত্য ও আমানত পৌঁছে দেয়া আপনার একান্ত কর্তব্য, যাতে আপনার ভাইও একমাত্র মালিকের অসন্তুষ্টি থেকে, জাহান্নামের আগুন থেকে, চিরন্তন শাস্তি থেকে বাঁচতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সারা জীবন মানুষকে ভালোবেসে দাওয়াত দিয়েছেন, সত্যের পয়গাম পৌছে দিয়েছেন, আপনাকেও তা-ই করতে হবে। তারা যেন সত্যপথ চিনে নিতে পারে, সরল পথে আসতে পারে এজন্য আপনাকে দু'আও করতে হবে।
যে ব্যক্তি কোনো অন্ধকে আগুনের কূপের দিকে এগিয়ে যেতে দেখলো; অথচ তাকে একবারও বললো না, ভাই তুমি এ পথে যেও না, এ পথে আগুনের কূপ আছে, তাকে কি 'মানুষ' বলা যেতে পারে? সত্যিকার মানবিকতার দাবি হলো, সে তাকে বাধা দেবে। প্রথমেই তাকে ঠেকানোর চেষ্টা করবে এবং দৃঢ় প্রতিজ্ঞা করবে, আমার শক্তি থাকতে তাকে আগুনে পড়তে দেব না। ঈমান গ্রহণের পর যারা দ্বীনের জ্ঞান, নবী, সুন্নাহ ও কুরআনের জ্ঞান পেয়েছে, তাদের প্রত্যেকের কর্তব্য হলো শিরক, কুফরী ও শয়তানী আগুনের প্রতি ধাবমান লোকদের বাঁচানোর জন্য চিন্তা করা, যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। সে তাদের হাতে ধরবে, পায়ে পড়বে, যাতেতারা ঈমানের রাস্তা ছেড়ে ভুল রাস্তায় চলে না যায়, শান্তির পথ ছেড়ে অশান্তির পথে চলতে শুরু না করে। নিঃস্বার্থভাবে ও সহানুভূতির সঙ্গে মানুষকে কোনো কথা বোঝানো হলে তা তাদের মনে প্রভাব বিস্তার করে। আপনার চেষ্টায় একজন মানুষও যদি ঈমানের সৌভাগ্য লাভ করে, একজন ব্যক্তিও যদি আল্লাহর দরবারে মাথা নত করে, তার উসিলায় আমরা সবাই নাজাত পেয়ে যেতে পারি। এটা এজন্য যে, আল্লাহপাক সেই ব্যক্তির প্রতি অত্যন্ত প্রসন্ন হন, যিনি মানুষকে কুফরী ও শিরকের অন্ধকার থেকে বের করে ঈমানের আলো ও সত্যের পথে নিয়ে আসেন।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
মাঠে |
যেমন বলা যায়, আপনার সন্তান যদি আপনার সঙ্গে বিদ্রোহ করে শত্রুর সঙ্গে যোগ দেয় বা পথভ্রষ্ট হয়ে পড়ে, তখন যদি কোনো ভালো মানুষ তাকে সুন্দরভাবে বুঝিয়ে আপনার প্রতি আকৃষ্ট বা আপনার অনুগত করে তোলে, তাহলে আপনি সে ভালো মানুষটির প্রতি অবশ্যই খুশি হবেন। তেমনি মহান মালিক আল্লাহ এর চেয়েও বেশি খুশি হন যখন তাঁর কোনো বান্দা শির্ক কুফরিতে নিমজ্জিত পথহারা বান্দাকে ঈমানের আলোর পথ দেখায় এবং তাকে আল্লাহ ও তাঁর রাসূলের পথে নিয়ে আসে।