থানকুনি পাতার স্বাস্থ্য উপকারিতা
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
ছুটির পরে ক্যাম্পাসের আঙ্গিনাতে ঘুরতে খুবই ভালো লাগে। ক্যাম্পাসে যে সকল স্থানে যাওয়া হয় নাই, ছুটির পরে সময় পেলে সে সকল স্থান ঘুরার চেষ্টা করি। আজ আমাদের ক্লাসে একটি ক্লাস কম হয়, যার ফলে একটু আগে ছুটি হয়ে যায়। তখন আমি আমার বন্ধু-বান্ধবের সাথে ক্যাম্পাসের নতুন ভবন ১০ তলা বিল্ডিং এ উঠি। ক্যাম্পাসের উপর থেকে খুবই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিল। ১০ তালায় বেলকনিতে রাখা ছিল কিছু থানকুনি গাছ।
এই থানকুনি গাছ আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এই গাছের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। আর এই প্রাকৃতিক উপাদানটি আয়ুর্বেদিক শাস্ত্রে অত্যন্ত জনপ্রিয়।
আমরা ছোটবেলায় দেখতাম, আমাদের পেটের কোনো অসুখ হলে মা চাচিরা এই পাতার রস বা ভর্তা করে খাওয়াতো। এবং এটি সাথে সাথে কাজ করতো। এই পাতা পেটের বিভিন্ন রোগ দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই সঙ্গে মানব মস্তিষ্কের বিকাশে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। থানকুনি গাছের পাতা সেবনের ফলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়।
থানকুনি পাতার অনেক উপকারিতা রয়েছে,এই পাতায় রয়েছে অধিক পরিমাণের অক্সিডেন্ট, এনটিঅক্সিডেন্ট, এন্টি ফ্লাইটভার সহ ইত্যাদি গুণাগুন। এই পাতা সেবনের ফলে আমাদের শরীর থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া, তোর শরীরের ক্ষতিকর টনিক বের করে দেয়।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
সরকারি তিতুমীর কলেজ, ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
বাহিরে |