সবুজ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আমাদের এই দেশ।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
অন্যদিনের তুলনায় বৃহস্পতিবার দিন আমাদের ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ক্লাস শেষ হওয়ার পরে আমরা তিন বন্ধু বসে আড্ডা দিচ্ছিলাম। অনেকক্ষণ সময় ধরে আমরা আড্ডা দেই। এর মাঝে চলতে থাকে আমাদের বিভিন্ন কথা। একটা কথা শেষ না হতে যেন আরেকটি কথার উদ্ভব হয়। বন্ধুদের মাঝে থাকলে মজাই এটা, তাদের কথা কখনো শেষ হয় না। বসে থাকতে থাকতে এক প্রকার বিরক্ত লেগে গেল। তখনই বললাম চল ছাদে যাই। আমাদের কলেজের বিল্ডিং কি 10 তলা বিশিষ্ট ভবন। ১০ তলা থেকে নিচে তাকালে দেখা যায়, অপরূপ সৌন্দর্য ঘেরা আমাদের এই দেশটি।
যখনই উপর থেকে নিচের দিকে তাকাতে লাগলাম,তখনই চোখের সামনে শুধু ভেসে আসছিল সবুজের আবরণ। কত সুন্দর আমাদের এই প্রকৃতিটি। বন্ধুদের মাঝে অনেকক্ষণ আলোচনা চলল এই প্রকৃতি নিয়ে, আসলে প্রকৃতিকে সবাই ভালোবাসে, সবাই চাই প্রকৃতির মাঝে হারিয়ে যেতে। প্রকৃতিকে অনুভব করতে পারলে মানুষের বিষন্ন মনেও যেন এক ফোঁটা সুখ এনে দেয়।
বাম সাইডে তাকাতেই দেখতে পাই, অনেকে খেলাধুলা করতেছে। উপর থেকে তাদের দেখতে খুবই ভালো লাগছিল। উপরে বসে যেন পুরো ক্যাম্পাসটাকে এক নজরে দেখতে পারছিলাম। চোখের মাঝে একপ্রকার শান্তি লাগতেছিল।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঢাকা, বাংলাদেশ |
ছবি তোলা |
ছাদে |
সর্বোপরি প্রকৃতি কখনো আমাদের কাঁদায় না। প্রকৃতি আমাদের মনের মাঝে সুখ নিয়ে আসে। যদি আপনাদের কখনো খারাপ লাগে তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে দেখবেন আপনার বিষন্ন মন একদম ভালো হয়ে যাবে।