তিতুমীর কলেজের সামনে যানজট, শিক্ষার্থীদের ভোগান্তি।

in #blog2 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ঢাকার অন্যতম ব্যস্ত একটি এলাকা গুলশান ও বনানীর সংযোগস্থলে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের সামনের সড়কটি প্রায় সময়ই ভয়াবহ যানজটের শিকার হয়। এই সমস্যার প্রধান ভুক্তভোগী কলেজের শিক্ষার্থীরা।

IMG20250112114503.jpg

যানজটের কারণ অসংগঠিত পরিবহন ব্যবস্থা তিতুমীর কলেজের সামনের প্রধান সড়কটি গুলশান ও বনানীর মতো বাণিজ্যিক এলাকার সংযোগস্থল হওয়ায় এখানে অতিরিক্ত যানবাহনের চাপ থাকে অনেক বেশি।
অস্থায়ী স্ট্যান্ড বাস, সিএনজি, ও রিকশা চালকরা কলেজের সামনে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী উঠা-নামা করায় যানজট আরও তীব্র হয়।

IMG20250112114523.jpg

পথচারীদের অসচেতনতা। যত্রতত্র রাস্তা পারাপার যান চলাচলে বিঘ্ন ঘটায়।
শিক্ষার্থীরা প্রতিদিন সময়মতো ক্লাসে পৌঁছাতে সমস্যায় পড়েন। ক্লাস শেষে বাসায় ফিরতেও যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকতে হয়। যানজটের ফলে তাদের মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে এবং পড়াশোনায় প্রভাব পড়ছে।

IMG20250112114509.jpg

IMG20250112114504.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগই শিক্ষার্থীদের এই ভোগান্তি থেকে মুক্তি দিতে পারে। উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.26
TRX 0.24
JST 0.040
BTC 99748.28
ETH 3377.62
SBD 6.81