গ্রামবাংলায় বিকেল হলেই দোকানগুলোতে দেখা যায় ভাজাপোড়া বিভিন্ন খাবার।।
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।
আগামীকাল বিকেলে আমি বাজারে গিয়েছিলাম। বাজারে আমার নিজস্ব কিছু কাজ ছিল। ঢাকায় চলে যাব সেজন্য একটা প্যান্ট কিনে। এরপর গাড়ির টিকিট কেটে আসি। আসার পথে দেখতে পাই রাস্তার পাশে দোকানগুলোতে বিভিন্ন ভাজাপোড়া খাবার ভিত্তি হচ্ছে। এ সকল ভাজাপোড়া খাবার গুলো খেতে খুবই ভালো লাগে। তাই আগ্রহ নিয়ে সেখানে দাঁড়ালাম। আর সেখানকার পেয়াজু অনেক বেশি বিখ্যাত।
যেহেতু রাত বেশি হয়েছিল সেহেতু দোকানে তেমন কিছু ছিল না। শুধু পেঁয়াজ টাই ছিল। দোকানদারকে বললাম পিয়াজে কতটুকু আছে, সে বলল এই দুইশত গ্রাম মতন হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে সবগুলো আমাকে প্যাকেট করে দিন।
২০০ গ্রাম পেঁয়াজু দাম ছিল ৫০ টাকা। টাকাটা দিয়ে আমি পিয়াজু নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে এসে শীতের দিনে এমন গরম গরম পেয়াজু সবাই মিলে খাই।
For work I use:
মোবাইল |
realme C25s |
ফটোগ্রাফার |
@tanvirahammad |
লোকেশন |
ঝিনাইদহ, বাংলাদেশ |
ছবি তোলা |
মাঠে |