ছুটির দিনে ঢাকা শহরের খোলা স্থানগুলো যেন এক ছোট্ট মেলায় রূপ নেয়।।

in #blog19 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ঢাকা শহরে এক ব্যস্ততার শহর। শহর জুড়ে থাকে ব্যস্ততা। ব্যস্ততার মাঝেই মানুষ পার করে যায় তার জীবন। তবে ছুটির দিনে দেখা যাবে ব্যতিক্রম, যদি কোথাও খোলা জায়গা থাকে, মানুষ সেখানে ছুটে যায় রাজ্যের ব্যস্ততার মাঝে একটু প্রশান্তির জন্য। ছুটির দিনে যে সকল স্থানে মানুষের সমাগম থাকে, সেখানে দেখা যায় অনেক পরিমাণে ভিড় হয়। একটা সপ্তাহ কাজের পর যখন ছুটি পায় তখন সন্তান-সন্তানাদিকেনিয়ে ঘুরতে আসে একটি খোলা স্থানে। এবং সেই স্থানগুলোতে দেখা যায়, বিভিন্ন ধরনের দোকানপাট বসে। যে দোকানগুলোতে শিশুদের জন্য খেলার আসবাবপত্র অনেক বেশি থাকে।

IMG20240913174048.jpg

এমন ছোটখাটো দোকান গুলো দেখেই মনে পড়ে সেই ছোটবেলার কথা। যখন আমাদের এলাকায় কোন অনুষ্ঠানে বা পহেলা বৈশাখ দেখা যেত বিভিন্ন আসবাবপত্র নিয়ে মেলা বসতো।এই ব্যস্ত শহরে ছুটির দিনগুলোতে খোলা স্থানে দেখা যায় এ ধরনের আসবাবপত্র নিয়ে মেলার মতন বসতে। যেটা দেখলে মনে পড়ে যায় ছোট্ট বেলার সেই মেলার কত সময় গুলোর কথা। ব্যস্ত রাজ্যের শহরে ছুটির দিনে যেন এক খন্ড ছোট্ট মেলার সমাহার।

IMG20240913172145.jpg

IMG20240913172149.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
মিরপুর,বাংলাদেশ
ছবি তোলা
মাঠে

দিনটি ছিল ছুটির দিন শুক্রবার, মানুষেট ঘোরাঘুরি জন্য অন্যতম সেরা একটি দিন। এই ছুটির দিনে দেখা যায় মানুষজন সব থেকে বেশি ঘুরতে বের হয়। আমরাও ছিলাম সেই ধারারে অনুকূলে, ঐদিন আমরাও ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে যেয়ে দেখি অনেক মানুষের সমাগম সেখানে। একজন জম জমাট পরিবেশ অনুভব করছিলাম। এরকম ব্যস্ত পরিবেশে ঘুরতেও একটু ভালো লাগে। অনেকক্ষণ ঘুরে সেখানে সময় অতিবাহিত করি। যখনই সন্ধা নেমে আসে, মানুষজন তার গন্তব্যের দিকে রওনা দেয়। আস্তে আস্তে ফাঁকা হয়ে যায় মানুফের আনাগোনা। এভাবে আমরাও বাড়ি চলে আসি।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98043.90
ETH 3346.07
USDT 1.00
SBD 3.02