বিতর্ক ক্লাবের পক্ষ থেকেনতুন শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় বুনিয়াদি কর্মশালা।

in #blog12 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

অনার্স জীবনে এসে আমি একটি ক্লাবের সাথে যুক্ত হই। সেই ক্লাবটি হল বিতর্ক ক্লাব। সরকারি তিতুমীর কলেজের এই বিতর্ক ক্লাবটি একটি ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের হাত ধরে বিভিন্ন সময় বিভিন্ন সাফল্য ছুটে এসেছে। বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে ক্লাবের অর্জন রয়েছে। বিতর্কের প্রতি আমার ছোটবেলা থেকেই অন্যরকম একটি আগ্রহ ছিল। তারিক প্রেক্ষিতে আমি বিতর্ক ক্লাবের সাথে যুক্ত হই। যুক্ত হওয়ার পরে বিতর্ক কিভাবে করতে হবে সে বিষয়ে আমাদের নিয়ে একটি কর্মশালা শুরু হয়। আজকের কর্মশালায় শেখানো হয় অনুষ্ঠানে কিভাবে উপস্থাপনা করতে হবে।

IMG20241209120427.jpg

আজকে এ ভাইটি আমাদেরকে খুব সুন্দর ভাবে সেই বিষয়গুলো বুঝিয়ে দেয়। আজকের ক্লাসে অনেকে উপস্থিত ছিল। উপস্থিতিতে হার অনেক ভালো। যারা ক্লাসে এসেছিল তারা শেখার আগ্রহ নিয়ে এসেছিল। তাদের মাঝে শেখার একটা প্রবণতা দেখা যায়। আর তারাও আমার মতন নতুন। তাই তাদের সাথে ক্লাস করতে খুবই ভালো লাগছিল। এক দুজনের প্রশ্নের মাধ্যমে সকলের প্রশ্নের উত্তর চলে আসছিল।

IMG20241209120431.jpg

আজকের ক্লাসটি একটি দীর্ঘ পরিসরে ক্লাস ছিল। যেখানে আমাদের জন্য বিভিন্ন রাস্তার ব্যবস্থা করা হয়। এবং সম্পূর্ণ ক্লাসরুম টি শিক্ষার্থীদের দ্বারা পরিপূর্ণ ছিল।

IMG20241209120437.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে

আজকের ক্লাসের মাধ্যমে অজানা অনেক কিছু জানতে পারি, আরে ধরনের বক্তৃতা বিতর্ক এবং উপস্থাপনা আমার খুবই পছন্দের একটি কাজ। সত্যি কথা বলতে এই ক্লাবের সাথে যুক্ত হয়ে আমার নিজের অনেক ভালো লাগছিল। সর্বোপরি এ ক্লাবের সাথে সবসময়য়ের জন্য যুক্ত থাকতে চাই।

ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.24
JST 0.037
BTC 96071.21
ETH 3327.74
USDT 1.00
SBD 3.21