ব্যস্ত শহরে পড়াশোনার মাঝে সন্ধ্যায় ঘুরতে বের হওয়া।।

in #blog6 days ago

আসসালামু আলাইকুম
প্রিয়, পাঠকগণ,
আপনারা সবাই কেমন আছেন? আশাকরি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

পড়াশোনার চাপ, ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং পরীক্ষা—সবকিছু মিলে শিক্ষার্থীদের জীবন প্রায়ই একঘেয়ে হয়ে ওঠে। এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে অনেকেই সন্ধ্যায় একটু শহরের বাতাসে ঘুরে আসার পরিকল্পনা করেন। ব্যস্ত শহরের পরিবেশ, রঙিন আলো, এবং মানুষের কোলাহল পড়াশোনার ক্লান্তি ভুলিয়ে দিতে পারে।

DSLR pixel by Riyan20250106_175124_🔥Portrait DSLR by Riyan.PORTRAIT.jpg

ব্যস্ত শহরের জীবন যদিও কোলাহলপূর্ণ, তবে সন্ধ্যায় ঘুরে বেড়ানোর একটি আলাদা অনুভূতি রয়েছে। দিনের পড়ার চাপে জমে থাকা মানসিক ক্লান্তি দূর করতে কিংবা একঘেয়েমি কাটিয়ে মনের তাজা অনুভূতি ফিরিয়ে আনতে সন্ধ্যার সময়টা একেবারে উপযুক্ত। শহরের পরিচিত জায়গাগুলো যেমন ক্যাফে, পার্ক, কিংবা নদীর ধারের হাঁটার পথ নতুন করে অনুপ্রেরণা দেয়।

DSLR pixel by Riyan20250106_175129_🔥Portrait DSLR by Riyan.PORTRAIT.jpg
তবে ব্যস্ত শহরের সন্ধ্যায় ঘুরতে গেলে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। যানজট, জনসংখ্যার ভিড়, কিংবা নিরাপত্তার অভাব অনেক সময় এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায়। তা সত্ত্বেও নিরাপদ জায়গা বেছে নিলে এবং সঠিক সময় পরিকল্পনা করলে এই চ্যালেঞ্জগুলো সহজেই এড়ানো যায়।

DSLR pixel by Riyan20250106_175322_🔥Portrait DSLR by Riyan.PORTRAIT.jpg

For work I use:


মোবাইল
realme C25s
ফটোগ্রাফার
@tanvirahammad
লোকেশন
ঢাকা, বাংলাদেশ
ছবি তোলা
বাহিরে
পড়াশোনার মাঝের এই ছোট্ট বিশ্রামের মুহূর্তগুলো নতুন করে পথ চলার শক্তি জোগায়। ব্যস্ত শহরের এই সন্ধ্যা শুধু ঘুরে বেড়ানোর জন্য নয়, এটি জীবনের ছোট্ট সুখগুলো উপলব্ধি করার এবং নিজেকে সময় দেওয়ার একটি সুযোগ। তাই পড়াশোনার পাশাপাশি মাঝেমধ্যে শহরের সন্ধ্যা উপভোগ করাটা নিঃসন্দেহে প্রয়োজনীয়।

ধন্যবাদ।।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 106136.38
ETH 3327.24
SBD 4.43