That golden childhood

in #blog7 years ago

s5.jpg
Childhood is one of the few who disappear behind the flowing life, which disappears behind the invisibly. Memorial school and Unfair Laugh and cry felt more at childhood than losing each day and each moment became a diary.
বহমান জীবনের সাথে বৃষ্টি ঝরার মতো যা কিছু অদৃশ্যভাবে পেছনে হারিয়ে যায় তার মধ্যে শৈশব অন্যতম। স্মৃতির পাঠশালা আর অবুঝ হাসি-কান্নারা শৈশবকে বেশি অনুভব করে বলে হারানো প্রতিটি দিন আর প্রতিটি ক্ষণ হয়ে ওঠে এক একটি ডায়েরি।

s1.JPG
Without adolescence, no adolescent or dusty youth can fall in youth. One of the fate of every childhood life is a losing chapter. Will not return when it's gone. The name of the childhood continues on its way, without trying to understand any words or needs. As a result, if someone calls him, he does not come near, does not laugh, does not love. In this way, each childhood has its own identity in brightness.
শৈশব ছাড়া কেউ কৈশোর বা দস্যি যৌবনে পা রাখতে পারে না। প্রতিটি শৈশব জীবন ভবিষ্যতের এক একটি হারানো অধ্যায়। চলে গেলে ফিরে আসবে না। কারো কথা বা প্রয়োজনকে বুঝতে চেষ্টা করে না বলে শৈশব নামটি তার পথেই চলতে থাকে। ফলে তাকে কেউ ডাকলেও কাছে আসে না, হাসে না, ভালোবাসে না। এভাবেই প্রতিটি শৈশব তার পরিচয়ে স্বমহিমায় থাকে উজ্জ্বল।

s3.jpeg
I also had childhood. Was the flower room. The bird's song and the cobbler's cottage. Like the others, I left behind a small life. The dew left the dawn dawn, Rosela noon and lazy afternoon. A part of the golden environment in the greenery of Gaya. In the rainy season like a dungeon boy, getting together with the boys' boys and going home, the mother's rebuke and father's rule are the life's midday childhood.

আমারও শৈশব ছিল। ছিল ফুলের আসর। পাখির গান আর নির্ঝরিনীর কলতান। অন্যদের মতো আমিও একটি ছোট্ট জীবনকে পেছনে রেখে এসেছি। ফেলে এসেছি শিশির স্নিগ্ধ ভোরের আলো, রোদেলা দুপুর আর অলস বিকেল। গাঁয়ের সবুজাভ পরিবেশে কাটিয়েছি এক খণ্ড সোনালি জীবন। বর্ষাবিলে দস্যি বালকের মতো পাড়ার ছেলেদের সাথে একাকার হয়ে যাওয়া এবং বাড়িতে গিয়ে মায়ের বকুনি আর বাবার শাসন এসব হলো জীবনের মধুময় শৈশব।

s1.JPG
Throughout the day, searching for a bird's house in a forest-house, trying to rush the birds into the crowd, including the failure of the village pond or canal water, after festering the fish in the mouth, the clay coating is a part of my childhood. In the last afternoon, when the kite was flying in karate, when the crop was torn, the tree was torn off, due to tearing of the tree in the afternoon, the tree was able to find the lost kite and there is no account of it. The day of the mausoleum is still alive and it is still alive in the garden in the eastern garden. In the morning of the dew of dates and dew, how much time was mixed in the torrent of time, when I had a small freshening of foliage of foliage of leaves and opened the superhero, how much time was spent pouring sandal pond water in the pond water Life is now eager to get the tension memories of that day.

সারা দিন বন-বাদাড়ে পাখির বাসা খোঁজ করে নিজেকে পাখিদের দলে ভিড়াতে চেষ্টা করে ব্যর্থ হওয়াসহ পল্লী পুকুর বা খালের পানি সিঞ্চন শেষে মাছ ধরতে গিয়ে নাকে মুখে কাদামাটির লেপন আমার একমুঠো শৈশবের অংশ। শেষ বিকেলে দখিনা হাওয়ায় ঘুড়ি উড়াতে গিয়ে ফসল েেতর চিকন আলে পা পিছলে সুতো ছিঁড়ে যাওয়ায় কত বিকেল গাছে গাছে হারানো ঘুড়ি খোঁজ করে পার করেছি তার কোনো হিসাব নেই। বাড়ির পূর্ব দিকের বাগানে ঝরে পড়া ফুল কুড়িয়ে মালা গাঁথার সেই দিনটি এখনো জীবন্ত হয়ে আছে। খেজুর রস আর ভোরের শিশিরে কত সকাল মিশিয়ে দিয়েছি সময়ের স্রোতে, ছোট্ট ছিলাম বলে খেজুর পাতার আঁশে আগুন লাগিয়ে সুপারির খোলে বালুভর্তি করে কত সময় ভাসিয়ে দিয়েছি পুকুরের জলে। জীবন এখন সে দিনের টান টান স্মৃতি কাছে পেতে উদগ্রীব।

Like everyone else, I also had a garden and a garden. I was one of the inspiration of the world in their heart. They were one of the keys to my life. Like the best child in the world I loved parents But the ruthless fate of destiny, we could not hold on to one of them was not able to hold Without any anger or pride, my father lost my heart without telling me, in another country. Where everyone goes without saying suddenly. Today, after so many days of father Haron, my childhood gave me severe pain. The memories of the fly are stirred to hold the father.
সবার মতো আমারও ফসলের তে বাগানবাড়ি আর মা-বাবা ছিল। আমি ছিলাম তাদের আশার হৃদয়ে এক পৃথিবী প্রেরণা। তারা ছিলেন আমার জীবন সাজানোর অন্যতম এক নির্দেশনা। পৃথিবীর শ্রেষ্ঠ সন্তানের মতো আমি ভালোবেসেছিলাম বাবা-মাকে। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, আপন করে ধরে রাখতে পারিনি তাদের একজনকে। কোনো রাগ বা অভিমান ছাড়া আমার হৃদয়পাড়া শূন্য করে আমার বাবা আমাকে না বলে হারিয়ে গেলেন অন্য এক দেশে। যেখানে সবাই হঠাৎ করে না বলে চলে যায়। আজ বাবা হারোনোর এত দিন পর আমার শৈশব আমাকে ভীষণ পীড়া দেয়। উড়াল মনের স্মৃতিগুলো বাবাকে ধরে রাখতে নাড়া দেয়।

s6.jpg
The happiness of my father and the heaven is the garden of my happiness Hey Allah! You keep your father in peace. And keep the mother's mother in the heart of the world, she gives grace and blessing to me. Amin.

বাবার সুখ আর জান্নাতই আমার সুখের জান্নাত। হে আল্লাহ! তুমি বাবাকে শান্তি সাম্রাজ্যে আপন করে রেখো। আর দুনিয়ার বুকে প্রিয় মা জননীকে রেখে দিও আমার জন্য রহমত ও নেয়ামতের সামিয়ানা করে। আমিন।

Sort:  

Hi, successbd! I just resteemed your post!
I am a new, simple to use and cheap resteeming bot.
If you want to know more about me, read my introduction post.
Good Luck!

Well sir I also like the childhood but it doesn't mean I not like my present I had read somewhere that if you do look add in your past you will always find your mistakes. Don't ever look to past that the movement right now you have is also going to pass and it will never returned so with the present moment why we should worried about the first and the childhood childhood is great or present is great and well I wish your future will be great.

I also wish your future will be great.
Thank you.

upvoted.
Please, credit the images you're using by mentioning the source.

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.041
BTC 103752.36
ETH 3842.24
SBD 3.32