Happy Birthday Andrew😘

in #blog6 years ago

The Amazing Spiderman সিনেমা দেখে ভালো লেগেছিল মিষ্টি চেহারার অভিনেতা Andrew Garfield কে।

download.jpg

কিন্তু তার অভিনয় স্বত্বা দেখে ভালবাসা জাগে ২০১৬ সালে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সত্য কাহিনী নিয়ে নির্মিত মেল গিবসনের 'Hacksaw Ridge' সিনেমাটিকে 'মাস্টারপিস' বললেও কম বলা হবে হয়তো।আমার দেখা সেরা ওয়ার সিনেমা এটা।

অস্ত্র হাতে নিতে অনাগ্রহী একজন সৈনিক কাউকে হত্যা না করে, একটি গুলিও না ছুঁড়ে নিজের জীবন বাজি রেখে অসংখ্য প্রাণ বাঁচিয়ে বীরত্বের জন্য কিভাবে 'মেডেল অফ অনার' পেল তা মুভিটা না দেখলে কল্পনাও করা যাবে না।

অনেকবার দেখেছি, আজ ডেসমন্ড ডস(অ্যন্ড্রু গারফিল্ড) এর জন্মদিনে মুভিটা আবারও দেখলাম।

মুভিটার প্রধান চরিত্র ডেসমন্ড ডসের ভূমিকায় অভিনয় করেন গারফিল্ড।ওহ! এটাকে অভিনয় বললে ভুল হবে তিনি ডেসমন্ড ডস চরিত্রের সাথে এতটাই মিশে গিয়েছিলেন যে একবারও মনে হয়নি তিনি অভিনয় করছেন।

মুভিটার প্রত্যেকটা সিন আমার কাছে একদম জীবন্ত মনে হয়েছে, কিছু সময়ের জন্য মনে হচ্ছিল যুদ্ধটাকে একদম কাছ থেকে দেখছি।
আর যুদ্ধের ময়দানে গারফিল্ডের একেকটা ডায়ালগ যেন এখনো আমার কানে বাঁজছে:-

" Please lord help me to get one more, One more.......''

আহা....কি ডায়ালগ, কি সে অভিনয়😍

অস্কারের দৌড়ে ভালভাবে এগিয়ে থাকলেও পুরস্কার জুটেনি সেরা অভিনেতার মনোনয়ন পাওয়া অ্যান্ড্রু গারফিল্ডের ভাগ্যে।
ব্যাপার নাহ, সবে তো শুরু.......এমন আরেকটা মাস্টারপিস উপহার দিতে পারলেই হয়তো অস্কার যোগ হবে তার ঝুলিতে।

৩৫ তম জন্মদিবসের শুভেচ্ছা প্রিয় অভিনেতা♥
Happy Birthday Andrew😘

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.25
JST 0.038
BTC 95686.04
ETH 3320.33
USDT 1.00
SBD 3.08